Khan Jahan Ali Bridge at Rupsar রূপসার পাড়ে খান জাহান আলী সেতু





রূপচাঁদ সাহার কাটা খালটি আজ বিশাল রূপসা নদী। যা দেখে জীবনানন্দ দাশ মুগ্ধ হয়ে লিখেছিলেন  ‘‘রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেড়া পালে  ডিঙ্গা  বায়;  রাঙা   মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নীড়ে ’’ সেই রূপসা নদীর ওপর একটি সেতু  হয়েছে  লোকে  বলে  রূপসা  সেতু। পোশাকি  নাম খানজাহান আলী সেতু। সেতুর পশ্চিম প্রান্তের নদীর  পাড়ে নগর জীবনে হাঁপিয়ে  ওঠা মানুষ  ভিড়  জমায় প্রতিদিন।  বিশেষ করে শুক্রবার জায়গাটি হয়ে ওঠে মানুষের মিলনমেলা।

কিভাবে যাওয়া যায়:
খুলনা শহর থেকে ইজিবাইক বা রিক্সায় খানজাহান আলী সেতু-তে যা্ওয়া যায়

Post a Comment

Previous Post Next Post