Jessore Boat Club যশোর বোট ক্লাব





ক্যান্টনমেন্ট ও এয়ারপোর্ট সংলগ্ন যশোর বোট ক্লাব সবার জন্য জন্য উন্মুক্ত। এখানে প্রবেশপথটি পাথরের গেট দিয়ে সাজানো। গেটের পাশ দিয়ে চলে গিয়েছে ইটের সাজানো রাস্তা। বেশ কয়েকটি নির্দেশনা সম্বলিত বোর্ড রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে আত্মার বন্ধু গাছ। বিভিন্ন কৃত্রিম জলাধার,স্থাপনা এবং অনিন্দ্য সুন্দর ভাষ্কর্য পর্যটকদের দৃষ্টি কাড়ে। এটি মহিমান্বিত হয়েছে ১৭জন অকুতোভয় বীর সেনানীর কবর দ্বারা। মনোরম এই বোট ক্লাবে একটি ঘাটসহ বেশ কয়েকটি স্পীড বোট রয়েছে। স্পীড বোট দিয়ে লেকের চারপাশ ঘোরানোর ব্যবস্থা আছে।

কিভাবে যাওয়া যায়:
নিউমার্কেট থেকে পালবাড়ি অথবা সরাসরি অটোরিকশা অথবা গাড়ি যোগে যাওয়া যেতে পারে।

Post a Comment

Previous Post Next Post