যশোর
শহর থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে
সেনানিবাসের শানতলা নামক স্থানে এক মনোরম পরিবেশে
পার্কটি অবস্থিত। ১৯৯৮ সালে লে: কর্ণেল ফয়েজ আহমেদ-এর উদ্যোগে পার্কটি
প্রতিষ্ঠা করা হয়। পূর্বে একটি ছিল উন্মুক্ত ময়দান। পরে পার্কের ব্যবস্থা করা হয়।
বিনোদনের
জন্য এখানে রয়েছে মিনি চিড়িয়াখানা, শিশুদের জন্য পার্ক, ছোট্ট নদী, রবীনহুডের ঘর, কৃত্রিম ঝরণা, ২টি খাবার স্টল রয়েছে। ঈদ পুনর্মিলনী, স্কুলের
অনুষ্ঠান, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, পিকনিক, বৈশাখী মেলা প্রভৃতি অনুষ্ঠানের আয়োজন করা যায় এখানে। নিরাপত্তা বিধানের যাবতীয় ব্যবস্থা এখানে রয়েছে।
বিনোদিয়া
ফ্যামিলি পার্কে যাওয়া অনেক সহজ।যশোর শহরের যেকোন স্থান হতে রিক্সা অথবা ইজি বাইকে করে পালবাড়ী মোড়ে আসতে হয়। পালবাড়ী মোড় থেকে কিছু ইজিবাইক ৪/৫ জন
যাত্রী নিয়ে চুরামনকাঠির দিকে যায়। এই ইজিবাইকে চেপে মাত্র
৫/৭ মিনিটের পথ।
ইজিবাইক চালক আপনাকে যথা স্থানে নামিয়ে দেবে। ভাড়া সর্বোচ্চ ৫/১০ টাকা।
যদি একত্রে ৪/৫ জন
যান তাহলে ইজিবাইক রিজার্ভ করে যাওয়াটাই ভাল।ব্যক্তিগত গাড়ী অথবা রিক্সা ভাড়া করেও যাওয়া সম্ভব।
কিভাবে
যাওয়া যায়:
পালবাড়ি
মোড় থেকে বোট ক্লাবের দিকে অগ্রসর হলে একই রাস্তায় পাওয়া যায়।