Gopinathpur Temple গোপীনাথপুর মন্দির





জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলা সদর হতে মাত্র / কিঃ মিঃ পূর্বে গোপীনাথপুরে, গোপীনাথ ঠাকুরের মন্দির অবস্থিত। জনশ্রুতি আছে যে, ১৫২০ হতে ১৫৩০ খ্রিস্টাব্দে বাংলার সুলতান আলাউদ্দীন হুসেন শাহ পূর্ণ গোপীনাথপুর গোপালপুর মৌজার সব সম্পত্তি দেবোত্তর হিসেবে প্রদান করেন। এরপর পূর্ণ গোপীনাথপুর মন্দিরটি নির্মিত হয়। পাল যুগের নির্মাণ কৌশল অনুসারে মন্দিরটির কাঠামো নির্মিত হয়। বাংলা ১৩০৪ সালে এক ভূমিকম্পে মন্দিরটি ভেঙ্গে পড়ে। ১৯২৮ হতে ১৯৩৬  খ্রিস্টাব্দের মধ্যে বর্তমান মূল মন্দিরটি পুনরায় নির্মাণ করা হয়। এখনও পুরাতন কারুকার্যের কিছু নমুনা মূল ভবনে রয়েছে। মন্দিরটির উচ্চতা ৫০ ফুট। প্রতিবছর  দোল পূর্ণিমাতে এখানে মেলা বসে এবং ১৩দিন ধরে মেলা চলে। পিকনিক স্পট হিসেবেও স্থানটি খ্যাতি লাভ করেছে। 

Post a Comment

Previous Post Next Post