হাজীপুর
ডা: লুৎফর রহমান স্মৃতি পাঠাগার ও সাংস্কৃতিক কেন্দ্র
স্থাপিতঃ১৯৮৬
খ্রিঃ।
হাজীপুর
ডা: লুৎফর রহমান স্মৃতি পাঠাগার ও সাংস্কৃতিক কেন্দ্রের
বর্তমান কার্যক্রম চালু রয়েছে হাজীপুর ডা: লুৎফর রহমান অডিটরিয়াম কক্ষে। এখানে বই-এর সংখ্যা
(১,৬০০) একহাজার ছয়শ-এর উর্দ্ধে। পাঠক
সংখ্যা মোটামুটি সন্তোষজনক। প্রতিদিন বিকেল ৪.০০ টা
থেকে সন্ধা ৭.০০ টা
পর্যন্ত পাঠাগারটি খোলা থাকে। পাঠকদের জন্য পাঁচটি সংবাদপত্র চালু আছে। এই পাঠাগারটির সভাপতি
উপজেলা নির্বাহী অফিসার, মাগুরা সদর,মাগুরা।
কিভাবে যাওয়া
যায়:
মাগুরা
জেলায় ভায়নার মোড় হতে ঝিনাইদহ রোডে ৪ -৫ কিঃমিঃ
পশ্চিমে হাজীপুর ডা: লুৎফর রহমান স্মৃতি পাঠাগার ও সাংস্কৃতিক কেন্দ্র
অবস্থিত ।