Dargah of Hazrat Pir Mukarram Ali Shah হজরত পীর মোকাররম আলী শাহ (র:) এর দরগাহ


মাগুরা শহর হতে প্রায় সাত কিলোমিটার পশ্চিমে ঢাকা-খুলনা মহাসড়কের উত্তর পাশে ইছাখাদা গ্রামে হজরত পীর মোকররম শাহ (:) দরগাহ। দরগাহের উত্তর পাশ দিয়ে পূর্ববাহিনী নবগঙ্গা নদী। নদী পাড়ের বৃক্ষ লতাদির পত্রপল্লবে স্নিগ্ধ ছায়াচ্ছন্ন মৃত্তিকার মমতাময়ী বুকে চির নিদ্রায় শায়িত আছেন বিখ্যাত ইসলাম ধর্ম প্রচারক মহান আধ্যাত্মিক সাধক হজরত পীর মোকাররম আলী শাহ (:)

কিভাবে যাওয়া যায়:
মাগুরা জেলা শহর হতে ০৭ কিলোমিটার পশ্চিমে মাগুরা-ঝিনাইদহ বিশ্বরোডে ইছাখাদার ডান দিকে নবগঙ্গা নদীর তিরে হজরত পীর মোকাররম আলী শাহ (:) এর দরগাহ অবস্থিত। বাস, টেম্পু ভ্যানযোগ যাতায়াত করা যায়।

Post a Comment

Previous Post Next Post