চাঁচড়ার মৎস উৎপাদন কেন্দ্র





সরকারী কোন সাহায্য-সহযোগিতা ছাড়াই যশোরের চাঁচড়া গ্রামের মানুষ মাছের পোনা উৎপাদনে এক নীরব বিল্পব সংঘটিত করেছেন। চাঁচড়া ছাড়াও আশেপাশের এলাকায় ৫০টি হ্যাচারী আর প্রায় হাজার নার্সারি প্রতিষ্ঠা করে প্রতি বছর ২০০ কোটি টাকা মূল্যের রেণু পোনা উৎপাদন করছেন এলাকার মৎস ব্যবসায়ীরা। দেশের বাজার ছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ, অন্ধ প্রদেশ, মধ্য প্রদেশ, উত্তর প্রদেশে চালান হয়ে যায় এই মাছের পোনা বর্তমানে এই ব্যবসার সাথে কমপক্ষে লাখ মানুষ জড়িয়ে পড়েছে। যশোর শহরের জিরো পয়েন্ট দড়াটানা হতে কিলোমিটার দক্ষিণে এই মৎস খামারটি অবস্থিত।
 
কিভাবে যাওয়া যায়:
চাঁচড়া ইউনিয়ন পরিষদ থেকে মাত্র তিন কিলোঃ মিটার দূরে চাঁচড়ার মৎস উৎপাদন কেন্দ্রটি অবস্থিত।১০ নং চাঁচড়া ইউনিয়ন পরিষদ থেকে ভ্যান/ইজিবাইক/বাস করে যাওয়া যায়।

Post a Comment

Previous Post Next Post