পঞ্চদশ
শতকে গড়ে ওঠা খলিফাতাবাদ শহরের প্রাচীন ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ
ও উপস্থাপনের জন্য ১৯৭৩ সালে সরকারের আন্তর্জাতিক আবেদনের প্রেক্ষিতে ইউনেস্কো বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে সংরক্ষণ ও সংস্কার প্রকল্পের
আওতায় ১৯৯৪ সালে ৫২০ বর্গমিটার এলাকা নিয়ে একটি জাদুঘর নির্মিত হয়। জাদুঘরটি ২০০১ সালের সেপ্টেমবর মাসে উন্মুক্ত করা হয় এবং যাটগম্বুজ
মসজিদ প্রত্নসহল ও জাদুঘর পরিদর্শনের
জন্য প্রবেশমূল্য দেশী দর্শকদের জন্য ১০.০০(দশ)
টাকা এবং বিদেশী দর্শকদের জন্য ১০০.০০ (একশত) টাকা ধার্য করা আছে।
কিভাবে যাওয়া
যায়:
বাগেরহাট
জেলা বাস স্ট্যান্ড থেকে ইজিবাইক/ইঞ্জিনচালিত রিক্সা যোগে বাগেরহাট জাদুঘর যাওয়া যায়
আপনি আরও পড়তে পারেন: Ayodhya monastery / Kodala monastery অযোধ্যা মঠ/কোদলা মঠ
আপনি আরও পড়তে পারেন: Ayodhya monastery / Kodala monastery অযোধ্যা মঠ/কোদলা মঠ