জয়পুরহাট
জেলার ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নে এই দিঘীটি অবস্থিত
। এর মোট আয়তন
আয়তন ২৫.৫০ একর।
ধারণা করা হয় প্রায় ১২০০
বছর পূর্বে ১১০০
ফুট দৈর্ঘ্য এবং ১০৭০ ফুট প্রস্থ বিশিষ্ট এ
দিঘীটি খনন করা হয়। অনেকের মতে তাহিরপুর রাজ পরিবারের সদস্য মনু ভট্ট এ দিঘীটি খনন
করেছিলেন। ১৯৯২
সালে এ দিঘীটি পুনরায়
খনন করা হয় । দীঘিটি পুনঃ খননকালে ১২ টি মূর্তি
পাওয়া গেছে যা বর্তমানে দেশের
বিভিন্ন জাদুঘরে সংরক্ষিত আছে।
দিঘীটির চারদিকের অসংখ্য গাছ-পালা এবং এর স্বচ্ছ পানি
এক মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশের সৃষ্টি করেছে যা সকলকে আকৃষ্ট
করে।