South Kalikapura Fakira Vita দক্ষিন কালিকাপুর ফকিরা ভিটা

 South Kalikapura Fakira Vita দক্ষিন কালিকাপুর ফকিরা ভিটা


সংক্ষিপ্ত বর্ণনা:
লামচর ইউনিয়নে ৩নং ওয়ার্ড উত্তর কালিকাপুর গ্রামে অবস্থিত সুন্দর মনোরম পরিবেশের অন্যতম স্থান হচ্ছে ফকিরা ভিটা। নামটা শুনতে সুন্দর না দেখালেও পরিবেশটা এবং জায়টা খুব সুন্দর। এর নামকরনটা হয়েছে মানুষের মুখে মুখে রচিত  ফকিরা ভিটা। মানুষের মুখ থেকে রচিত নামটার পিছনে একটা সুন্দর কাহিনীও আছে। রামগঞ্জ উপজেলা সিএনজি যোগে আসা যায়। আসতে সময় লাগে প্রায় ৩০ মিনিট। ইউনিয়নের প্রায় সব ওয়ার্ড থেকে অনেক ছেলে মেয়েরা এখানে আসে বনভোজনের জন্য প্রাকৃতিক সুন্দর্য অনুভব করার জন্য। যে লোকটার নাম থেকে জায়গাটার নাম রচিত হয় ফকিরা ভিটা বিষয়টা কিন্তু তা নয় বিষয়টা হচ্ছে তার অনেক জায়গা জমি সেখানে তার অনেকগুলো পুকুর, বিবিন্ন শাকসবজি বাগান সুন্দর সুন্দর বাগান নানা ধরনের দেখার জিনিস আছে। সুযোগ হলে ছুটির দিনে বেড়ানো জন্য সুন্দর একটা।

কিভাবে যাওয়া যায়:
১। রামগঞ্জ উপজেলা থেকে সিএনজি/রিক্সা যোগে রসুলপুর বাজার, সিএনজি ভাড়া- ২০ টাকা, রিক্সা ভাড়া- ৬০ টাকা, সেখান থেকে রিক্সা যোগে দক্ষিন কালিকাপুর ফকিরা ভিটা রিক্সা ভাড়া- ৩০ টাকা। ২। রামগঞ্জ উপজেলা থেকে সিএনজি/রিক্সা যোগে লামচর উচ্চ বিদ্যালয় সংলগ্ন, সিএনজি ভাড়া- ২৫ টাকা, রিক্সা ভাড়া- ৮০ টাকা, সেখান থেকে দক্ষিন কালিকাপুর ফকিরা ভিটা রিক্সা ভাড়া- ৭০ টাকা।

Post a Comment

Previous Post Next Post