Bamni Adarsha High School বামনী আদর্শ উচ্চবিদ্যালয়

Bamni Adarsha High School বামনী আদর্শ উচ্চবিদ্যালয়

সংক্ষিপ্ত বর্ণনাঃ-
বিদ্যালয়টি বামনী গ্রামে অবস্থিত একটি সহঃশিক্ষা প্রতিষ্ঠান বর্তমানে উক্ত প্রতিষ্ঠানে ৬ষ্ঠ শ্রেণী হতে ১০ম শ্রেণী প্রর্যন্ত ৫টি শ্রেণী এবং ৬ষ্ঠ, ৭ম, ৮ম, শ্রেণীতে দুটি মানবিক ব্যবসায় শিক্ষা বিভাগ চালু রয়েছে। অত্র বিদ্যালয়ে একটি দ্বিতল ভবন একটি সেমিপাকা ভবন দুটি কাঁচা টিনের ঘর রয়েছে। উক্ত বিদ্যালয়ে ১২টি শ্রেণী কক্ষ, একটি কম্পিউটার ল্যাব একটি ছাত্রী নামাজ কক্ষ, একটি ল্যাবরেটরি বিজ্ঞানাগার একটি অফিস কক্ষ, একটি শিক্ষক কমন রুম প্রধান শিক্ষকের কক্ষ রয়েছে। বিদ্যালয় ১৫ জন শিক্ষক সহকারী জন চতুর্থ শ্রেণীর কর্মচারী কর্মরত আছে।  বিদ্যালয়ের সম্মুখে রয়েছে একটি বিশাল খেলার মাঠ।

কিভাবে যাওয়া যায়:
রায়পুর উপজেলা থেকে সিএনজি যোগে সর্দার বাড়ী ইষ্ট্রেশন এসে, রিক্সসা যোগে খায়ের হাট আসলে বামনী আদর্শ উচ্চবিদ্যালয়

Post a Comment

Previous Post Next Post