Bamni Adarsha High School বামনী আদর্শ উচ্চবিদ্যালয়
সংক্ষিপ্ত বর্ণনাঃ-
বিদ্যালয়টি
বামনী গ্রামে অবস্থিত একটি সহঃশিক্ষা প্রতিষ্ঠান বর্তমানে উক্ত প্রতিষ্ঠানে ৬ষ্ঠ শ্রেণী হতে ১০ম শ্রেণী প্রর্যন্ত ৫টি শ্রেণী এবং ৬ষ্ঠ, ৭ম, ৮ম, শ্রেণীতে দুটি মানবিক ও ব্যবসায় শিক্ষা
বিভাগ চালু রয়েছে। অত্র বিদ্যালয়ে একটি দ্বিতল ভবন একটি সেমিপাকা ভবন ও দুটি কাঁচা
টিনের ঘর রয়েছে। উক্ত
বিদ্যালয়ে ১২টি শ্রেণী কক্ষ, একটি কম্পিউটার ল্যাব একটি ছাত্রী নামাজ কক্ষ, একটি ল্যাবরেটরি ও বিজ্ঞানাগার একটি
অফিস কক্ষ, একটি শিক্ষক কমন রুম ও প্রধান শিক্ষকের
কক্ষ রয়েছে। বিদ্যালয় ১৫ জন শিক্ষক
সহকারী ও ৩ জন
চতুর্থ শ্রেণীর কর্মচারী কর্মরত আছে। বিদ্যালয়ের
সম্মুখে রয়েছে একটি বিশাল খেলার মাঠ।
কিভাবে যাওয়া
যায়:
রায়পুর
উপজেলা থেকে সিএনজি যোগে সর্দার বাড়ী ইষ্ট্রেশন এসে, রিক্সসা যোগে খায়ের হাট আসলে বামনী আদর্শ উচ্চবিদ্যালয় ।