কোরিয়া লটারি 2022। কোরিয়া প্রজাতন্ত্রে (দক্ষিণ কোরিয়া) চাকরির বিজ্ঞাপনটি 5 মার্চ 2022 তারিখে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (BOESL) www.boesl.org.bd.
এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছিল। যারা দক্ষিণ কোরিয়ায় চাকরির জন্য যেতে চান তাদের জন্য আজ আমরা EPS-TOPIK CBT-এর বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি।
দক্ষিণ কোরিয়া ও বাংলাদেশ সরকারের মধ্যে ২০০৭ সালে সম্পাদিত
সমঝোতা চুক্তির প্রেক্ষিতে বাংলাদেশ ওভারসীজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড
(বোয়েসেল) এবং দক্ষিণ কোরিয়া সরকারের পক্ষে হিউম্যান রিসোর্স ডেভলপমেন্ট অফ
কোরিয়া বর্তমান কোরিয়ার অভিবাসন কার্যক্রম বাস্তবায়ন করেছে। প্রতিবছর
এম্প্লয়মেন্ট সিস্টেম (ইপিএস) এর আওতায় বাংলাদেশি প্রার্থীদের অনলাইনে
রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে।
কোরিয়া সরকার কর্তৃক নির্ধারিত করার চেয়ে
রেজিস্ট্রেশনকৃত প্রার্থী বেশি হলে লটারির মাধ্যমে কোরিয়া ভাষা পরীক্ষায় অংশগ্রহণের
জন্য প্রার্থী নির্বাচন করা হয়। প্রার্থীগণ নির্ধারিত সময়ে করিয়া সরকার কর্তৃক
প্রিয় ভাষা দক্ষতা অর্জন ও অংশগ্রহণ করতে দক্ষিণ কোরিয়া ৪ বছর ১০ মাসের জন্য
উচ্চ বেতনে বিভিন্ন ক্ষুদ্র ও মাঝারি শিল্প কারখানায় চাকরি করার সুযোগ পায়।
বাংলাদেশ শ্রমিকদের সম্পূর্ণ সরকারি স্বল্প ব্যয়ে নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে
দক্ষিণ কোরিয়ায় কর্মসংস্থানের সুযোগ হয়। দুই সরকারের সমঝোতা চুক্তি অনুযায়ী
অন্য কোন শক্তি রপ্তানিকারী এজেন্ট বা মধ্যযুগীয় ভাষা শিক্ষা প্রতিষ্ঠানের কর্মী
প্রেরণের সুযোগ নেই।
কোরিয়া লটারি ২০২২ আবেদন বিজ্ঞপ্তি
কোরিয়া প্রতি বছরের মতো ইপিএস বিষয় CBT 2022 বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এটি কিছু বেকার যুবককে কোরিয়াতে তাদের ক্যারিয়ার গড়ার সুযোগ দিয়েছে। কোরিয়া লটারি সম্পর্কে আমাদের কোনো ধারণা না থাকার কারণে আমরা অনেকেই দারুণ সুযোগ হাতছাড়া করি। আজ আমরা দেখব কোথায় এবং কিভাবে আবেদন করতে হবে এবং আবেদন করতে কি কি লাগে। চলুন দেরি না করে শুরু করা যাক- এইচআরডি বোয়েসল কোরিয়া লটারি ফলাফল কিছু সময়ের মধ্যে এই পৃষ্ঠায় ফলাফল প্রকাশ করা হবে। প্রথমে ফলাফল দেখতে পেজটি শেয়ার করুন এবং বুকমার্ক করুন।
আবেদন শুরু হয় - 11 মার্চ 2022 সকাল 10 টায়
আবেদন শেষ হয় - 12 মার্চ 2022 খ্রি. বিকাল ৫টা
বয়সসীমা - জন্ম তারিখ 25 মার্চ, 1989। 24 মার্চ, 2001 থেকে
ফলাফল প্রকাশিত হয়েছে - মার্চ ১৯, ২০২২ খ্রি. তারিখ মঙ্গলবার দুপুর ১২টায়
HRD-Korea Lottery Result
যখনই রেজাল্ট প্রকাশ করা হবে আপনি আমাদের ওয়েবসাইটে সেই রেজাল্ট দেখতে পাবেন সুতরাং আমাদের ওয়েবসাইটটি আপনি ফলো বাটন প্রেস করে ফলো করে রাখতে পারেন। তাহলে রেজাল্টই আপনি যখনই প্রকাশ করা হবে আপনি আমাদের ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারবেন।
কোরিয়া যাওয়ার যোগ্যতা ও নিয়মাবলিঃ
১। বয়স ১৮-৩৯ হতে হবে
২। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি বা সমমান ডিগ্রী
৩। বৈধ মেশিন রিডেবল পাসপোর্ট থাকতে হবে
৪। কোরিয়া ভাষা পড়ালেখা ও বোঝার পারদর্শিতা এবং করিও ভাষা পরীক্ষায় উত্তীর্ণ হওয়া
৫। যাদের ফৌজদারি অপরাধে জেল বা অন্য কোন শাস্তি হয়নি
৬। যাদের কালার ভিশন কোন সমস্যা নেই
৭। যারা দক্ষিণ কোরিয়ায় অবৈধভাবে অবস্থান করেনি
৮। মাদকাসক্ত ব্যক্তিগণ অযোগ্য বলে বিবেচিত হবেন
দক্ষিণ কোরিয়া সার্কুলার ২০২২
উল্লেখ্য যে ডিস্কের বিচ্যুতি, আঙুল কাটা ইত্যাদি শারীরিক সমস্যাযুক্ত ব্যক্তিরা কোরিয়ান ভাষা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন, তবে ২য় রাউন্ড। টেস্টে তার পারফরম্যান্সের ওপর নির্ভর করবে চূড়ান্ত বাছাই। এছাড়াও অনলাইন রেজিস্ট্রেশনের সময় বৈধ মেশিন রিডেবল পাসপোর্ট অনুযায়ী নোট করুন। | পাসপোর্ট নম্বর, নাম, জন্ম তারিখ এবং অন্যান্য তথ্য সহ ইনপুট দিতে হবে এবং পাসপোর্টের ছবি তোলা অংশের স্ক্যান কপি (45-60KB) আপলোড করতে হবে। মেয়াদ শেষ। পাসপোর্ট দিয়ে আবেদন করা যাবে না।
কোরিয়া লটারি ২০২২ ফলাফল
প্রাথমিক নিবন্ধন শেষ হওয়ার পর যদি ৬০০০ (আট হাজার) এর বেশি প্রার্থী নিবন্ধিত হন, তাহলে ১৯ মার্চ ২০২২ খ্রি. মঙ্গলবার দুপুর ১২টার পর নির্ধারিত কম্পিউটারাইজড পদ্ধতিতে লটারির মাধ্যমে EPS-TOPIK CBT-এর চূড়ান্ত নিবন্ধনের জন্য প্রার্থীদের বাছাই করা হবে।
boesl lottery result 2022 pdf
চূড়ান্ত নিবন্ধনের জন্য লটারিতে নির্বাচিত প্রার্থীদের 22-31 মার্চ 2022 খ্রিস্টাব্দে হবে। চূড়ান্ত নিবন্ধন বৈধ বৈধ পাসপোর্টের তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে, পাসপোর্টের রঙিন কপি এবং 2 কপি পাসপোর্ট আকারের রঙিন ছবি (ব্যাকগ্রাউন্ড সাদা)। তবে চূড়ান্ত নিবন্ধনের সময় লটারিতে উত্তীর্ণ ব্যক্তির পাসপোর্ট নম্বরের সঙ্গে আসল পাসপোর্ট নম্বর না মিললে তার নিবন্ধন বাতিল করা হবে। চূড়ান্ত নিবন্ধনের তারিখ এবং সময় লটারির দিন নেটিশ বেয়ার্ড এবং বায়েসেলের ওয়েবসাইটে ঘোষণা করা হবে।
দক্ষিণ কোরিয়া ভাষা পরীক্ষায় আবেদনের ধাপসমূহ
South Korea Textbook Pdf Free Download
South Korea Textbook-1
Download
South Korea Textbook-2
Download
Conclutions: South Korea Lottery 2022 Application | দক্ষিণ কোরিয়া লটারি ২০২২ আবেদন
Tags:
Education