জীবন বীমা কর্পোরেশনের অফিস সহায়ক পদের পরীক্ষার প্রশ্নের সম্পূর্ণ সমাধান

জীবন বীমা কর্পোরেশনের অফিস সহায়ক পদের পরীক্ষার প্রশ্নের সম্পূর্ণ সমাধান


পদের নামঃ  অফিস সহায়ক -১৯৯

পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিলঃ ০৪-০৯-২০২১ 

ইংরেজি অংশ সমাধানঃ
১. Shakespeare is known mostly for his----------. উত্তরঃ plays
২. He had a -------- headache. উত্তরঃ bad
৩. বাংলা ‘ছড়া’ শব্দের ইংরেজি কি? উত্তরঃ Rhyme
৪. What is the plural form of sheep? উত্তরঃ sheep
৫. Please come again. Here `please’ is ---------. উত্তরঃ adverb
৬. Which one is a common gender? উত্তরঃ child
৭. Our flat is --------------- the second floor of the building. উত্তরঃ on
৮. Draw ---------- picture of ---------- owl. উত্তরঃ the, an
৯. The word `precedence’ means -------. উত্তরঃ priority
১০. Mother is always --------- to her children. উত্তরঃ affectionate

বাংলা অংশ সমাধানঃ 
১১. কোন বানানটি শুদ্ধ? উত্তরঃ সমীচীন
১২. ‘অনিয়ত’ এর বিপরীত শব্দ কোনটি? উত্তরঃ সংযত
১৩. ‘বিয়ে’ কোন ধরনের শব্দ? উত্তরঃ তদ্ভব [বিবাহ সংকৃত আর বিয়ে তদ্ভব]
১৪. কোন গ্রন্থটি আলাওল রচিত? উত্তরঃ তোহফা
১৫. কত সালে মেঘনাদ বধ কাব্য প্রকাশিত হয়? উত্তরঃ ১৮৬১ সালে
১৬. ‘হস্তী’ শব্দের সমার্থক শব্দ কী? উত্তরঃ দ্বিপ
১৭. বাংলা ব্যঞ্জনবর্ণে মাত্রাহীন বর্ণ কয়টি? উত্তরঃ ৬টি
১৮. উন্নীত শব্দের বিপরীত শব্দ কি? উত্তরঃ অবনমিত
১৯. 'সে আসতে চায় তথাপি আসে না'-এটি কোন শ্রেণীর বাক্য? উত্তরঃ যৌগিক
২০ ‘শিষ্টাচার’ এর সমার্থক শব্দ কোনটি? উত্তরঃ সদাচার

গণিত অংশ সমাধানঃ 
২১. ১০% হার সুদে ৫০০ টাকার ৩ বছরের সুদে-আসলে কত হবে? উত্তর ৬৫০ টাকা
২২. কোনটি ৩৫ ডিগ্রি কোণ এর পূরক কোণ? উত্তর: ৫৫ ডিগ্রি
২৩. কোনটি ক্ষুদ্রতম? উত্তর: মিলিমিটার
২৪. দু’টি সংখ্যার যোগফল ৬০ এবং বিয়োগফল ২০ হলে সংখ্যা দু’টি কত? উত্তর: ৪০,২০
২৫. যে চতুর্ভূজের বিপরীত কোণগুলো সমান কিন্তু বাহুগুলো অসমান তাকে বলে --? উত্তর: সামান্তরিক
২৬. ৩৬ সংখ্যাটির মোট কতগুলো ভাজক রয়েছে? উত্তর: ৯
২৭. পর পর তিনটি সংখ্যার গুণফল ১২০ হলে তাদের যোগফল কত? উত্তর: ১৫
২৮. কোন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ১০ একর । এর এক বাহুর দৈর্ঘ্য কত গজ? উত্তর: ২২০
২৯. একটি সরলরেখার উপর লম্ব অংকন করলে কয়টি সমকোণ পাওয়া যায়? উত্তর: ২টি
৩০. ১ ট্রিলিয়ন লিখতে ১ এর পর কয়টি শূন্য দিতে হয়? উত্তর: ১২  

সাধারণ জ্ঞান অংশ সমাধানঃ 
৩১. মুজিবনগর দিবস নিচের কোনটি? উত্তরঃ ১৭ই এপ্রিল
৩২. বিশ্ব পরিবেশ দিবস কোন তারিখে? উত্তরঃ  ৫ জুন
৩৩. অলিম্পিকে সর্বোচ্চ পদকধারী দেশ কোনটি? উত্তরঃ মার্কিন যুক্তরাষ্ট্র [২০২০ সালের অলিম্পিকে যুক্তরাষ্ট্র ১১৩ টি আর চীন ৮৮ টি পদক পেয়েছে]  
৩৪. জাতিসংঘের সদরদপ্তর কোথায়?  উত্তরঃ নিউইয়র্ক
৩৫. বিদ্রোহী কবিতাটির লেখক কে?  উত্তরঃ কাজী নজরুল ইসলাম
৩৬. জাপানের মুদ্রার নাম কি?  উত্তরঃ ইয়েন
৩৭. সার্কভূক্ত দেশের সংখ্যা কয়টি? উত্তরঃ৮ টি
৩৮. ময়মনসিংহ জেলায় কোন উপজাতি বাস করে? উত্তরঃ গারো
৩৯. রংপুর বিভাগের জেলা সংখ্যা কয়টি? উত্তরঃ ৮টি
৪০. বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস কোনটি? উত্তরঃ ১০ জানুয়ারি

Post a Comment

Previous Post Next Post