Directorate Of Posts (PMGEC) Job Circular 2021 || পোস্টমাস্টার জেনারেল এর দপ্তর, পূর্বাঞ্চল, চট্টগ্রাম নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় চট্টগ্রামে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজস্ব খাতের ৮টি পদে মোট ৮৭ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ। অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত।
পদের নাম ও পদসংখ্যা
১. পোস্টম্যান-১৬
২. ফটোকপি অপারেটর-১
৩.প্যাকার কাম মেইল ক্যারিয়ার-২৯
৪.অফিস সহায়ক-১১
৫. বার্তাবাহক-১
৬. রানার-২৩
৭. পরিছন্নতাকর্মী-৫
৮. গার্ডেনার (মালি)-১
চাকরিতে আবেদনের বয়স
প্রার্থীর বয়স ২৫ মার্চে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স হতে হবে ৩২ বছরের মধ্যে।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা (http://pmgec.teletalk.com.bd) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
Follow Us:
◼ Email Notifications: Follow
◼ Facebook Page: Recruitment Circular - নিয়োগ বিজ্ঞপ্তি
◼ Facebook Group: Recruitment Circular - নিয়োগ বিজ্ঞপ্তি
◼ YouTube: Owners Solutions
Tags:
Career Opportunity