Biman Bangladesh Airlines Job Circular 2021 || বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
বিমান বাংলাদেশ এয়ারলাইনসে তিন পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদগুলো হলো ক্যাপ্টেন বোয়িং ৭৭৭, ফার্স্ট অফিসার বোয়িং ৭৭৭ এবং ফার্স্ট অফিসার বোয়িং ৭৩৭। বিজ্ঞপ্তিতে বর্ণিত যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন যে কেউ।
পদের নাম: ক্যাপ্টেন বোয়িং ৭৭৭
পদসংখ্যা: ৬
যোগ্যতা: বেবিচকের বৈধ পাইলট লাইসেন্সসহ প্রথম শ্রেণির মেডিকেল সার্টিফিকেট থাকতে হবে। ৬ হাজার ঘণ্টা ফ্লাইং অভিজ্ঞতা। গত পাঁচ বছরে কোনো দুর্ঘটনার রেকর্ড থাকা যাবে না। স্বতঃস্ফূর্তভাবে ইংরেজি লিখতে ও বলতে জানতে হবে।
বেতন: আলোচনা সাপেক্ষে
পদের নাম: ফার্স্ট অফিসার বোয়িং ৭৭৭
পদসংখ্যা: ১৫
যোগ্যতা: বৈধ ফ্লাইং লাইসেন্সসহ প্রথম শ্রেণির মেডিকেল সার্টিফিকেট। কমপক্ষে দুই হাজার ঘণ্টা ফ্লাইং অভিজ্ঞতা। গত পাঁচ বছরে কোনো দুর্ঘটনার রেকর্ড থাকা যাবে না। স্বতঃস্ফূর্তভাবে ইংরেজি লিখতে ও বলতে জানতে হবে।
বেতন: আলোচনা সাপেক্ষে
পদের নাম: ফার্স্ট অফিসার বোয়িং ৭৩৭
পদসংখ্যা: ৪
যোগ্যতা: বৈধ ফ্লাইং লাইসেন্সসহ প্রথম শ্রেণির মেডিকেল সার্টিফিকেট। কমপক্ষে এক হাজার ঘণ্টা ফ্লাইং অভিজ্ঞতা। এর মধ্যে ৫০০ ঘণ্টা বি৭৩৭ এনজিতে ফ্লাইং করার অভিজ্ঞতা। গত পাঁচ বছরে কোনো দুর্ঘটনার রেকর্ড থাকা যাবে না। স্বতঃস্ফূর্তভাবে ইংরেজি লিখতে ও বলতে জানতে হবে।
বেতন: আলোচনা সাপেক্ষে
Biman Bangladesh Airlines Job Circular 2021
যেভাবে আবেদন
পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, সম্প্রতি তোলা পাঁচ কপি রঙিন ছবি, পাইলট সার্টিফিকেট, জাতীয় পরিচয়পত্র, অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র পাঠাতে হবে।
আবেদন পাঠানোর ঠিকানা
ম্যানেজার রিক্রুটমেন্ট অ্যান্ড স্ট্যাফিং, বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড, বলাকা ভবন (দ্বিতীয় তলা), এইচএসআইএ, কুর্মিটোলা, ঢাকা-১২২৯।
আবেদনের শেষ তারিখ: ১৩ ডিসেম্বর ২০২১
Follow Us:
◼ Email Notifications: Follow
◼ Facebook Page: Recruitment Circular - নিয়োগ বিজ্ঞপ্তি
◼ Facebook Group: Recruitment Circular - নিয়োগ বিজ্ঞপ্তি
◼ YouTube: Owners Solutions
Tags:
Career Opportunity