Rajshahi University of Engineering & Technology (RUET) Job Circular 2021 || রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়( রুয়েট) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি একাধিক শূন্য পদে লোকবল নিয়োগ দেবে। সম্প্রতি ৪টি পদে ৩৯ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রুয়েট।
অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষকের শূন্য পদে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে রুয়েট। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারেন আপনিও। আগ্রহী প্রার্থীরা অনলাইনে পদগুলোর জন্য আবেদন করতে পারেন। অনলাইনে পদগুলোর জন্য আবেদন করা যাবে আগামী ১৭ জুলাই পর্যন্ত।
পদের নাম অধ্যাপক। ক. যন্ত্রকৌশল বিভাগে ১টি। খ. ইটিই বিভাগে ১টি।
বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা।
পদের নাম সহযোগী অধ্যাপক। ক. পুরকৌশল বিভাগে ১টি। খ. সিএসই বিভাগে ১টি। গ. গ্লাস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ১টি। ঘ. মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগে ১টি।
বেতন স্কেল: ৫০,০০০-৭১,২০০ টাকা।
পদের নাম সহকারী অধ্যাপক। ক. পুরকৌশল বিভাগে ১টি। খ. বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কন্সট্রাকশন ম্যানেজমেন্ট বিভাগে ১টি। গ. ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ১টি। ঘ. আইআইসিটি বিভাগে ২টি। ঙ. আইইইএস ১টি (অধ্যাপক পদের বিপরীতে)।
বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা।
পদের নাম প্রভাষক। ক. পুরকৌশল বিভাগে ২টি। খ. ইউআরপি বিভাগে ২টি (সহযোগী অধ্যাপক পদের বিপরীতে)। গ. আর্কিটেকচার বিভাগে ২টি (সহযোগী অধ্যাপক পদের বিপরীতে)। ঘ. ত ও ই কৌশল বিভাগে ২টি (সহযোগী অধ্যাপক পদের বিপরীতে)। ঙ. সিএসই বিভাগে ২টি (সহযোগী অধ্যাপক পদের বিপরীতে)। চ. ইটিই বিভাগে ২টি (সহযোগী অধ্যাপক পদের বিপরীতে)। ছ. ইসিই বিভাগে ২টি (তন্মধ্যে ১টি অধ্যাপক ও ১টি সহযোগী অধ্যাপক পদের বিপরীতে)। জ. যন্ত্রকৌশল বিভাগে ২টি (সহযোগী অধ্যাপক পদের বিপরীতে)। ঝ. আইপিই বিভাগে ১টি (অধ্যাপক পদের বিপরীতে)। ঞ. জিসিই বিভাগে ২টি (অধ্যাপক পদের বিপরীতে)। ট. ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ১টি (অধ্যাপক পদের বিপরীতে)। ঠ. কেমিক্যাল অ্যান্ড ফুড প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগে ২টি (এর মধ্যে ১টি অধ্যাপক পদের বিপরীতে)। ড. পদার্থবিদ্যা বিভাগে ১টি। ঢ. রসায়ন বিভাগে ২টি। ণ. আইআইসিটি ১টি (অধ্যাপক পদের বিপরীতে)। ত. আইইইএস ১টি। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
আবেদনের যোগ্যতা
প্রতিটি পদে আবেদনের জন্য যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা আলাদা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমার শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে আবেদনপত্রের নমুনা সংগ্রহ করে বিশ্ববিদ্যালয়ের মানবসম্পদ বিভাগে পাঠাতে হবে। রুয়েটের ওয়েবসাইটে www.ruet.ac.bd চাকরির বিস্তারিত পাওয়া যাবে।
Rajshahi University of Engineering & Technology (RUET) Job Circular 2021 || রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়( রুয়েট) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
অনলাইনে পূরণকৃত আবেদন ফরম ডাউনলোড করে আনুষঙ্গিক সনদপত্রাদিসহ অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদের জন্য মোট ১০ সেট, সহকারী অধ্যাপক ও প্রভাষক পদের জন্য ৮ সেট আবেদনপত্রের হার্ডকপি ১৭ জুলাইয়ের মধ্যে অত্র বিশ্ববিদ্যালয়ের সংস্থাপন শাখায় জমা প্রদান করতে হবে।
আবেদনপত্র প্রেরণ করার সময় খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে। অনলাইনে আবেদনের সময় এসএসএল সার্ভিসের মাধ্যমে ৫০০ টাকা পরিশোধ করতে হবে।
আরও তথ্যের জন্য আমাদের ওয়েবসাইটের সাথে থাকুন। এবং আমাদের ওয়েবসাইটি learningmaterils অনুসরণ করুন, তারপর আপনি আমাদের ওয়েবসাইটের সকল আপডেট আপনার ইমেইল এর মাধ্যমে পেয়ে যাবেন। আপনি একবার আমাদের ওয়েবসাইট অনুসরণ করলে, পরবর্তিতী আপনি আমাদের ওয়েবসাইট থেকে নিউজলেটার সতর্কতা পাবেন। আপনি আমাদের ফেসবুক পেজ Recruitment Circular - নিয়োগ বিজ্ঞপ্তি লাইক করতে পারেন এবং আমাদের ফেসবুক গ্রুপ Recruitment Circular - নিয়োগ বিজ্ঞপ্তি সাথেও যোগ দিতে পারেন। আপনি আমাদের ইউটিউব চ্যানেলে Owners Solutions বিস্তারিত আলোচনা পাবেন। তাই আর দেরী কেন এখনই ঘুরে আসুন আমাদের ইউটিউব চ্যানেলে আর সাবস্ক্রাইব করুন।
Tags:
Career Opportunity