Directorate of Technical Education Job Circular 2021 || কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
কারিগরি শিক্ষা অধিদপ্তর সম্প্রতি রাজস্ব খাতে লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ২৪টি পদে মোট ২৮১ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ। অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু হবে ৫ জুলাই থেকে।
আবেদন করা যাবে ৩১ জুলাই পর্যন্ত।
পদের নাম ও পদসংখ্যা
১। সাঁটলিপিকার কাম-কম্পিউটার অপারেটর-০১
২। উচ্চমান সহকারী-১০
৩। ইউডিএ কাম ডাটা প্রসেসর-০১
৪। হিসাবরক্ষক-০৭
৫। সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর-০৩
৬। লাইব্রেরিয়ান-০৮
৭। ড্রাইভার-১০
৮। অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক-৩৫
৯। এলডিএ কাম ডাটা প্রসেসর-০৫
১০। হিসাব সহকারী-২২
১১। ক্যাশিয়ার-০২
১২। সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার-০৬
১৩। সহকারী লাইব্রেরিয়ান-০২
১৪। ল্যাবরেটরি সরকারি-৯৮
১৫। ল্যাব সহকারী-২১
১৬। এলডিএ কাম ক্যাশিয়ার-০৩
১৭। এলডিএ কাম টাইপিস্ট-০২
১৮। ল্যাব সহকারী-১০
১৯। ইলেকট্রিশিয়ান কাম পাম্প অপারেটর-০১
২০। ক্যাশ সরকার-০৯
২১। ইলেকট্রিশিয়ান-০১
২২। অফিস সহায়ক-০৬
আবেদনের যোগ্যতা
প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমা আলাদা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমার শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে।
Directorate of Technical Education Job Circular 2021
চাকরি আবেদনের বয়স
প্রার্থীর বয়স ১-৬-২০২১ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা (http://dter.teletalk.com.bd) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনপত্র ৩১-৭-২০২১ তারিখে পর্যন্ত জমা দিতে পারবেন আগ্রহীরা।
আরও তথ্যের জন্য আমাদের ওয়েবসাইটের সাথে থাকুন। এবং আমাদের ওয়েবসাইটি learningmaterils অনুসরণ করুন। আপনি একবার আমাদের ওয়েবসাইট অনুসরণ করলে, পরবর্তিতী আপনি আমাদের ওয়েবসাইট থেকে নিউজলেটার সতর্কতা পাবেন। আপনি আমাদের ফেসবুক পেজ Recruitment Circular - নিয়োগ বিজ্ঞপ্তি লাইক করতে পারেন এবং আমাদের ফেসবুক গ্রুপ Recruitment Circular - নিয়োগ বিজ্ঞপ্তি সাথেও যোগ দিতে পারেন।
Tags:
Career Opportunity