As-Sunnah Foundation Job Circular || আস-সুন্নাহ ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি

As-Sunnah Foundation Job Circular || আস-সুন্নাহ ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি




পদের নাম : অফিস অ্যাডমিন/ম্যানেজার

নিয়োগদাতা: আস-সুন্নাহ ফাউন্ডেশন

কাজের প্রকৃতি : প্রশাসনিক কার্যাবলি সম্পাদন, বিভিন্ন প্রকল্প পরিচালনা ও সংস্থার অ্যাকাউন্টস ও অন্যন্য স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো দেখভাল করা।

দায়িত্বসমূহ :

* ফাউন্ডেশনের কর্মীদের কাজের নির্দেশনা ও তত্বাবধান, তাদের বার্ষিক কর্মক্ষমতা ও সন্তুষ্টির মূল্যায়ন, কর্তপক্ষের চাহিদা মোতাবেক অফিস পরিচালনা, ফাউন্ডেশন কতৃক গৃহীত প্রজেক্ট পরিচালনা, অন্যন্য কাজের নীতিমালা প্রণয়ন ও বাস্তাবায়ন, ফাউন্ডেশনের স্বেচ্ছসেবীদের সংগঠিতকরণ ও তাদের কাজের তদারকিকরণ।

* ফাউন্ডেশন থেকে প্রয়োজনীয় লিখিত ফরমায়েশ এবং সকল ধরনের বিল-ভাউচার যাচাই, অনুমোদন, তদারকি ও সংরক্ষণ, বাজেট প্রস্তুত করা ও তা অনুসরণ করা, আর্থিক প্রতিবেদন ও কর্মকাণ্ডের প্রতিবেদন প্রস্তুতকরণ এবং জমাদান।

* বিভিন্ন প্রজেক্ট প্রপোজাল প্রস্তুতকরণ ও প্রয়োজনীয় ক্ষেত্রে প্রজেক্ট উপস্থাপন এবং প্রতিবেদন তৈরি করা ও যাবতীয় ফাইল ও কাগজপত্র সংরক্ষণ করা।

* ফাউন্ডেশনের বার্ষিক ও প্রকল্পের অডিট রিপোর্ট প্রস্তুত কাজে সহযোগিতা করা, অডিট রিপোর্ট সংরক্ষণ ও যথাযথ সরকারি কর্তৃপক্ষের নিকট জমাদান।

* ফাউন্ডেশনের যে কোনো অনুষ্ঠানের আয়োজন ও তা বাস্তবায়ন করা।
প্রয়োজন অনুযায়ী যে কোনো প্রকল্পের অফিস পরিদর্শন।  

* ফাউন্ডেশনের সকাল প্রকার স্থাবর ও অস্থাবর সম্পত্তি দেখাশোনা, রক্ষণাবেক্ষণ করা ও কতৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী উন্নয়নমূলক পদক্ষেপ নেওয়া।

* স্থানীয় জনপ্রশাসনের সাথে সংযোগ স্থাপন পূর্বক জনপ্রশাসন থেকে প্রয়োজনীয় ক্ষেত্রে সহায়তা গ্রহণ।

* আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রক্ষা করা এবং ফাউন্ডেশনে কোন সুরক্ষা বিধি লঙ্ঘন / অনধিকার প্রবেশের ক্ষেত্রে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা।

*ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদ/উদেষ্টা পর্ষদসহ যে কোনো মিটিংয়ের এজেন্ডা প্রণয়ন করা, সভা সম্পর্কে সভার সদস্যদের অবহিতকরণ, মিটিংয়ের রেজুলেশন প্রস্তুতকরণ পূর্বক অনুমোদনগ্রহণ/স্বাক্ষরগ্রহণ, রেজুলেশন সংরক্ষণ ও সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন।

* সভাপতি ও সাধারণ সম্পাদকের কর্তৃক নির্দেশিত যে কোনো দায়িত্ব পালন করা।

 চাকরির ধরন : ফুল টাইম।
 
শিক্ষাগত যোগ্যতা : যে কোনো বিভাগ থেকে মাস্টার্স ডিগ্রি; এমবিএ ডিগ্রি অগ্রাধিকার।

অভিজ্ঞতা : কমপক্ষে পাঁচ বছর (সরকারী বেসরকারী সংস্থা/এনজিওতে চাকুরির অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে)।
 
অন্যান্য প্রয়োজনীয় বিষয়াবলি :
বয়স: ৩০ থেকে ৪০ বছর।
শুধু পুরুষ আবেদন করতে পারবেন।
কম্পিউটারে দক্ষতা, বিশেষ করে এমএস অফিস/পাওয়ার পয়েন্ট ও বিভিন্ন প্যাকেজ ব্যবহারে দক্ষ হতে হবে।
ইংরেজি ও বাংলায় লিখতে ও বলতে সক্ষম হতে হবে।

কর্মস্থল : ঢাকা।
বেতন : আলোচনা সাপেক্ষে।
 
সুযোগ সুবিধা : প্রভিশনাল পিরিয়ড (অস্থায়ী সময়কাল তিন মাস) সফলভাবে শেষ হওয়ার পরে স্থায়ী কাঠামো অনুযায়ী সুযোগ-সুবিধা দেয়া হবে।
সিভি মেইল করুন- assunnahfoundationbd@gmail.com
১২ জুন ২০২১ এর মধ্যে।

আরও তথ্যের জন্য আমাদের ওয়েবসাইটের সাথে থাকুন।  এবং আমাদের ওয়েবসাইটি learningmaterils অনুসরণ করুন।  আপনি একবার আমাদের ওয়েবসাইট অনুসরণ করলে, পরবর্তিতী  আপনি আমাদের ওয়েবসাইট থেকে নিউজলেটার সতর্কতা পাবেন।  আপনি আমাদের ফেসবুক পেজ Recruitment Circular - নিয়োগ বিজ্ঞপ্তি লাইক করতে পারেন এবং আমাদের ফেসবুক গ্রুপ Recruitment Circular - নিয়োগ বিজ্ঞপ্তি সাথেও যোগ দিতে পারেন।

1 Comments

  1. Diploma engineer abedon ta kivabe kora jabe

    ReplyDelete
Previous Post Next Post