কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের ‘কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্প’-এ লোকবল নিয়োগ দেবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সম্প্রতি ১টি পদে একজনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে পদটির যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন আপনিও। পদটির জন্য আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে ১৭ মে পর্যন্ত। হিসাবরক্ষক পদে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের যোগ্যতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে স্নাতক পাস। হিসাবরক্ষণে সহায়ক অফিস অ্যাপ্লিকেশন সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। অ্যাকাউন্টিং বা এডিপি ও আইডিএ ফিন্যান্স সিস্টেমে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়সসীমা ১৮-৩০ বছর।
বেতন
হিসাবরক্ষকের সাকল্য বেতন (গ্রেড-১৩) ১৯৩০০ টাকা।
অনলাইন আবেদন ফরম
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের “কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্প”-এর আওতায় “হিসাবরক্ষক” পদের জন্য অনলাইন আবেদন ফরম
নির্দেশাবলীঃ
■ ফরম পূরণের পূর্বে প্রচারিত নিয়োগ বিজ্ঞপ্তি ভালভাবে পড়ুন ।
■ ধীরস্থিরভাবে ফরম পূরণের প্রতিটি ধাপ সম্পন্ন করুন, যাতে কোন প্রকার ভুল না হয়।
■ কোন প্রকার অসামঞ্জস্যপুর্ন বা বিভ্রান্তিমূলক তথ্য প্রদান করা হলে দরখাস্ত সরাসরি বাতিল বলে গন্য হবে।
■ সকল তথ্য ফিল্ড পূরণ ও যথাযথ ডকুমেন্টস আপলোড করা আবশ্যক।
■ আবেদন সাবমিট করার পূর্বে সকল তথ্য ও সঠিক ডকুমেন্টস আপলোড করা হয়েছে কিনা তা যাচাই-বাছাই করে নিন। ভুল হলে সংশোধনের কোন সুযোগ নেই।
জীবন বৃত্ত্বান্ত ও ব্যাংক চালান আপলোড: (সর্বোচ্চ সাইজ ১0 এমবি)
(পাসপোর্ট সাইজের ফটোসহ নাম, পিতার নাম, মাতার নাম, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, প্রশিক্ষণ প্রাপ্তির বিবরণ, অভিজ্ঞতা, বিশেষ দক্ষতা প্রভৃতি তথ্যসম্বলিত জীবন বৃত্ত্বান্ত এবং প্রকল্প পরিচালক, “কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্প” এর অনুকূলে পরীক্ষার ফি বাবদ ১০০/-(একশত) টাকা, ১-৪৩৩১-০০০০-২০৩১ কোড নম্বরে বাংলাদেশ ব্যাংক/সোনালী ব্যাংক এর অনুমোদিত শাখায় ট্রেজারী চালানে জমা দিয়ে চালানের মূল কপি স্ক্যান করে একটি পিডিএফ ফাইল তৈরী করে আপলোড করতে হবে)।
সংশ্লিষ্ট ডকুমেন্টস আপলোড: (সর্বোচ্চ সাইজ ১0 এমবি)
সকল শিক্ষাগত যোগ্যতার সনদসমূহ, জাতীয় পরিচয়পত্র, চারিত্রিক সনদপত্র, বিশেষ কোটার ক্ষেত্রে প্রযোজ্য
সনদপত্র, নাগরিকত্বের সনদপত্র, কম্পিউটার ব্যবহার/টাইপিং/ডাটা এন্ট্রি/অন্যান্য প্রশিক্ষণ/দক্ষতার সনদপত্র এবং অভিজ্ঞতার সনদপত্র স্ক্যান করে একটি পিডিএফ ফাইল তৈরী করে আপলোড করতে হবে)।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীরা https://www.bamis.gov.bd/apply এই ঠিকানায় আবেদন করতে পারবেন।
আরও তথ্যের জন্য আমাদের ওয়েবসাইটের সাথে থাকুন। এবং আমাদের ওয়েবসাইটি learningmaterils অনুসরণ করুন। আপনি একবার আমাদের ওয়েবসাইট অনুসরণ করলে, পরবর্তিতী আপনি আমাদের ওয়েবসাইট থেকে নিউজলেটার সতর্কতা পাবেন। আপনি আমাদের ফেসবুক পেজ Recruitment Circular - নিয়োগ বিজ্ঞপ্তি লাইক করতে পারেন এবং আমাদের ফেসবুক গ্রুপ Recruitment Circular - নিয়োগ বিজ্ঞপ্তি সাথেও যোগ দিতে পারেন।
Tags:
Career Opportunity