Padma Bridge Rail Link Project Job Circular 2021
পদ্মা সেতু রেলসংযোগ প্রকল্পে লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। বাংলাদেশ রেলওয়ের অধীনে পদ্মা সেতু রেলসংযোগ প্রকল্পে সাতটি পদে লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট ২৪ জনকে নিয়োগ দেবে রেলওয়ে কর্তৃপক্ষ। আগ্রহীরা ওই পদগুলোতে আগামী ১ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের নাম
*সহকারী প্রকৌশলী (সিভিল), গ্রেড–৯, মাসিক বেতন ৩৫৬০০ টাকা, পদ ৫।
পদ্মা সেতু রেলসংযোগ প্রকল্পের সহকারী প্রকৌশলী (সিভিল) পরীক্ষার প্রশ্ন
*উপসহকারী প্রকৌশলী (ওয়ে), গ্রেড–১০, মাসিক বেতন ২৭১০০ টাকা, পদ ২।
পদ্মা সেতু রেলসংযোগ প্রকল্পের উপসহকারী প্রকৌশলী (ওয়ে) পরীক্ষার প্রশ্ন
*উপসহকারী প্রকৌশলী (ব্রিজ), গ্রেড-১০, মাসিক বেতন ২৭১০০ টাকা, পদ ১।
পদ্মা সেতু রেলসংযোগ প্রকল্পের উপসহকারী প্রকৌশলী (ব্রিজ) পরীক্ষার প্রশ্ন
*উপসহকারী প্রকৌশলী (সিগন্যাল), গ্রেড-১০, মাসিক বেতন ২৭১০০ টাকা, পদ ১।
পদ্মা সেতু রেলসংযোগ প্রকল্পের উপসহকারী প্রকৌশলী (সিগন্যাল) পরীক্ষার প্রশ্ন
*উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রিক), গ্রেড-১০, মাসিক বেতন ২৭১০০ টাকা, পদ ১।
পদ্মা সেতু রেলসংযোগ প্রকল্পের উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রিক) পরীক্ষার প্রশ্ন
*উপসহকারী প্রকৌশলী (টেলিকম), গ্রেড-১০, মাসিক বেতন ২৭১০০ টাকা, পদ ১।
পদ্মা সেতু রেলসংযোগ প্রকল্পের উপসহকারী প্রকৌশলী (টেলিকম) পরীক্ষার প্রশ্ন
*রিসেটেলমেন্ট সহকারী, গ্রেড-১০, মাসিক বেতন ২৭১০০ টাকা, পদ ১৩।
পদ্মা সেতু রেলসংযোগ প্রকল্পের রিসেটেলমেন্ট সহকারী পরীক্ষার প্রশ্ন
পদ্মা সেতু রেলসংযোগ প্রকল্পে লোকবল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
আবেদনের বয়স
প্রার্থীদের বয়স হতে হবে ১৮-৩০ বছরের মধ্যে। বিশেষ ক্ষেত্রে ৩২ বছর।
আবেদনের নিয়ম
pbrlp.teletalk.com.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা। আবেদনের সঙ্গে স্ক্যান করে যুক্ত করতে হবে ৩০০-৩০০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর।
আরও তথ্যের জন্য আমাদের ওয়েবসাইটের সাথে থাকুন। এবং আমাদের ওয়েবসাইটি learningmaterils অনুসরণ করুন। আপনি একবার আমাদের ওয়েবসাইট অনুসরণ করলে, পরবর্তিতী আপনি আমাদের ওয়েবসাইট থেকে নিউজলেটার সতর্কতা পাবেন। আপনি আমাদের ফেসবুক পেজ Recruitment Circular - নিয়োগ বিজ্ঞপ্তি লাইক করতে পারেন এবং আমাদের ফেসবুক গ্রুপ Recruitment Circular - নিয়োগ বিজ্ঞপ্তি সাথেও যোগ দিতে পারেন।