NBR eLearning Quiz Questions & Answer (Principles of Value Added Tax)

NBR eLearning Quiz Questions & Answer (Principles of Value Added Tax)


NBR eLearning Quiz Questions & Answer (Principles of Value Added Tax)



NBR eLearning দিচ্ছে সম্পূর্ণ বিনামূূল্যে অনলাইন কোর্স করার সুযোগ। যেখানে আপনি  চাইলে যেকোন কোর্স করার মাধ্যমে সার্টিফিকেট পেতে পারেন। সার্টিফিকেটটি NBR থেকে দেওয়া হবে।


কোর্স করার জন্য এখানে ক্লিক করুনঃ http://nbrelearning.gov.bd/


Principles of Value Added Tax || মূল্য সংযোজন করের মূলনীতি


Question 1

মূসক একটি হিসাব-ভিত্তিক কর ব্যবস্থা।


ক. সত্য  ✔

খ. মিথ্যা


Question 2

মূসকের জন্য করমেয়াদ প্রতি ইংরেজি _____ মাস।


উওরঃ ১২  


Question 3

হ্রাসকারী সমন্বয় এর জন্য ডেডিট নোট প্রয়োজন হয়।


ক. সত্য  ✔

খ. মিথ্যা  


Question 4

নতুন মূসক আইনের আওতায় "কর" বলতে বোঝায়-


ক. মূসক, টার্নওভার কর ও সম্পূরক শুল্ক এবং সুদ, জরিমানা ও অর্থদ-কে  ✔

খ. মূসক, টার্নওভার কর, সম্পূরক শুল্ক, আগাম কর এবং সুদ, জরিমানা ও অর্থদ-কে

গ. মূসক, টার্নওভার কর, সম্পূরক শুল্ক, আগাম কর এবং জরিমানা ও অর্থদ-কে

ঘ. মূসক, সম্পূরক শুল্ক, আগাম কর এবং সুদ, জরিমানা ও অর্থদ-কে


Question 5

কোনটি সত্য মূসক ব্যবস্থার রক্ত প্রবাহ-


ক. কর চালান  ✔

খ. চলতি হিসাব

গ. ক্রয় হিসাব পুস্তক

ঘ. বিক্রয় হিসাব পুস্তক


Question 6

মূসক একটি ভোগভিত্তিক কর ব্যবস্থা।


ক. সত্য  ✔

খ. মিথ্যা


Question 7

"কর সুবিধা" নয়-


ক. উৎপাদ কর হ্রাস করা

খ. পণ্য আমদানির উপর মূসক হ্রাস করা

গ. জের টানা অতিরিক্ত অর্থের বৃদ্ধি বা করদাতার করদায়ের পরিমাণ হ্রাস করা

ঘ. অব্যাহতি শিডিউলে নতুন সরবরাহ অন্তর্ভুক্তি  ✔


Question 8

মূসক হিসেবে আদায়কৃত অর্থ কোথায় খরচ হয়?


ক. দেশের উন্নয়নে

খ. গণকর্মচারির বেতনভাতা পরিশোধে

গ. সামাজিক সুরক্ষাখাতে

ঘ. উপরের সবগুলোতেই  ✔


Question 9

নিট কর = প্রদেয় - রেয়াত + বৃদ্ধিকারী সমন্বয় - হ্রাসকারী সমন্বয়।


ক. সত্য  ✔

খ. মিথ্যা


Question 10

মূল্য সংযোজন কর আইন, ১৯৯১ অনুযায়ী আদর্শ হার ছিল-


ক. ১৫% ও ৪%

খ. ১৫%, ০% ও ৪%

গ. ১৫% ও ০%  ✔

ঘ. একটিও নয়


Question 11

মূসক দপ্তরে চালানের কপি জমা দিতে হবে।


ক. সত্য  

খ. মিথ্যা  ✔


Question 12

আনুক্রমিক (progressive) বা পর্যাবৃত্ত (periodic) সরবরাহ নর্য়―


ক. কোন চুক্তির অধীন আনুক্রমিক বা পর্যাবৃত্তভাবে অর্থ পরিশোধের শর্তাধীনে প্রদত্ত কোন সরবরাহ  

খ. কোন লিজ, হায়ার অব লাইসেন্স (ফাইন্যান্স লিজসহ) এর অধীন প্রদত্ত কোন সরবরাহ

গ. নির্মাণ বা প্রকৌশলগত কার্যক্রম, ভবন পুনর্গঠন বা বর্ধিতকরণের কাজে প্রত্যক্ষভাবে প্রদত্ত কোন সরবরাহ

ঘ. দ্বিপাক্ষীক চুক্তির অধিন হ্রাসকৃত মূল্যে নগদে ক্রয়কৃত পণ্যের সরবরাহ।  ✔


Question 13

"সরবরাহ" নয়-


ক. পণ্য সরবরাহ

খ. অর্থ সরবরাহ  ✔

গ. স্থাবর সম্পত্তি সরবরাহ

ঘ. সেবা সরবরাহ


Question 14

করদাতা নিজেই তার করদায়িতা নিরূপণ, হিসাবরক্ষণ ও কর পরিশোধ করেন।


ক. সত্য  ✔

খ. মিথ্যা


Question 15

"নির্দিষ্ট স্থান" অর্থ বাংলাদেশে বা বাংলাদেশের বাহিরে অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার জন্য নিম্নবর্ণিত কোন স্থান, যথা:―


ক. ব্যবস্থাপনার স্থান, শাখা, দপ্তর, কারখানা বা ওয়ার্কশপ

খ. খনি, গ্যাসকূপ, পাথর বা অনুরূপ কোন খনিজ সম্পদ আহরণ-ক্ষেত্র

গ. নির্মাণ বা স্থাপনা প্রকল্পের অবস্থান

ঘ. উপরের সবগুলো।  ✔


Question 16

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ অনুযায়ী _____ টি নিবন্ধনসীমা বিদ্যমান।


উত্তরঃ ২  


Question 17

নতুন আইনে ধারা _____ এর অধীন জরিমানা আরোপ করা হয়।


উওরঃ 


Question 18

পণ্য নয়-


ক. শেয়ার ও স্টক

খ. সিকিউরিটিজ

গ. অর্থ

ঘ. সবগুলো  ✔


Question 19

অর্থনৈতিক কার্যক্রম নয় -


ক. লিজ, লাইসেন্স বা অনুরূপ উপায়ে কোন পণ্য, সেবা বা সম্পত্তি সরবরাহ

খ. বাণিজ্যিকভাবে পরিচালিত নয় এমন কোন বিনোদনমূলক কাজ বা শখ  ✔

গ. কেবল একবারের জন্য পরিচালিত কোন বাণিজ্যিক কার্যক্রম বা উদ্যোগ

ঘ. পণ্য, সেবা বা স্থাবর সম্পত্তি সরবরাহের উদ্দেশ্যে নিয়মিত বা ধারাবাহিকভাবে পরিচালিত কোন কার্যক্রম


Question 20

"সমন্বয় ঘঁনা" নয়-


ক. কোন সরবরাহ বাতিল করা বা সরবাহের পণ পরিবর্তন

খ. সম্পূর্ণ বা আংশিক সরবরাহ ফেরত প্রদান;

গ. সরবরাহ অব্যাহতিপ্রাপ্ত বা শূন্যহার বিশিষ্ট সরবরাহে পরিণত হওয়া

ঘ. উপরের সবগুলো  ✔


NBR eLearning Course List:

1. মূল্য সংযোজন কর নিবন্ধন ও টার্নওভার কর তালিকাভুক্তি

2. মূল্য সংযোজন কর আইন, ১৯৯১ এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর মৌলিক পার্থক্য

3. মূল্য সংযোজন করের হিসাবরক্ষণ পদ্ধতি

4. মূল্য সংযোজন করের মূলনীতি

5. মূল্য সংযোজন কর সংক্রান্ত সেবাসমূহ

6. আমদানি পর্যায়ে মূল্য সংযোজন কর

7. রপ্তানি-১

8. রপ্তানি-২

9. এসএমই খাতে ভ্যাট

10. নীট কর হিসাবকরণ

11. দাখিলপত্র ও কর পরিশোধ

12. মূসক চালানপত্র

13. পণ্য স্থানান্তর

14. পণ্যের মজুদ ব্যবস্থাপনা

15. ডেবিট নোট ও ক্রেডিট নোট

16. ভোক্তার দায়িত্ব

17. ক্রান্তিকালীন মূসক ব্যবস্থা

18. উৎসে মূল্য সংযোজন কর কর্তন পদ্ধতি

19. মূল্য সংযোজন কর ঋণাত্মক জের টানা ও ফেরত


NBR eLearning Certificate Download Process:





Post a Comment

Previous Post Next Post