International Labour Organization (ILO) Recruitment Circular || আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) নিয়োগ বিজ্ঞপ্তি

International Labour Organization (ILO) Recruitment Circular || আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) নিয়োগ বিজ্ঞপ্তি

International Labour Organization (ILO) Recruitment Circular || আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) নিয়োগ বিজ্ঞপ্তি


আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ঢাকা অফিসে চাকরির সুযোগ

আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) শ্রমিক-কর্মচারীদের কর্মক্ষেত্রে উন্নতি ও তাঁদের সুযোগ-সুবিধার লক্ষ্যে প্রতিষ্ঠিত একটি আন্তর্জাতিক সংস্থা। ভার্সাই চুক্তি অনুযায়ী, ১৯১৯ সালের এপ্রিলে আন্তর্জাতিক শ্রম সংস্থার যাত্রা শুরু হয়। ১৯৪৬ সালে এই সংস্থা জাতিসংঘের সহায়ক সংস্থা হিসেবে স্বীকৃতি লাভ করে। সুইজারল্যান্ডের জেনেভা শহরে আইএলওর সদর দপ্তর অবস্থিত। বিশ্বে ৪০টির বেশি দেশে আঞ্চলিক দপ্তর (ফিল্ড অফিস) রয়েছে। সেই আইএলও বাংলাদেশে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আন্তর্জাতিক সংস্থাটি ৩ জন কর্মকর্তা নিয়োগ দেবে।


যেসব পদে নিয়োগ

 ১. ট্রেনিং অফিসার

 ২. ন্যাশনাল প্রোগ্রাম অফিসার

 ৩. প্রজেক্ট টেকনিক্যাল অফিসার


আগ্রহী প্রার্থীদের আইএলও ওয়েবসাইটের (https://jobs.ilo.org/go/All-Jobs) মাধ্যমে এ তিন পদে আবেদন করতে হবে। প্রজেক্ট টেকনিক্যাল অফিসার পদে ৩১ ডিসেম্বর এবং বাকি দুই পদে ২৩ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন আগ্রহীরা।


আইএলও জাতিসংঘের অন্যতম পুরোনো ও প্রথম বিশেষায়িত সংস্থা। এটি জাতিসংঘের একমাত্র ত্রিপক্ষীয় সংস্থা, যা সরকার, নিয়োগকর্তা বা মালিক ও শ্রমিকদের নিয়ে একসঙ্গে কাজ করে। ১৯৬৯ সালে সংস্থাটি উন্নয়নশীল দেশে শ্রমিক শ্রেণির মধ্যে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার কারণে শান্তিতে নোবেল পুরস্কার পায়। বাংলাদেশ আইএলওর সদস্য হয় ১৯৭২ সালের ২২ জুন। 



চাকুরির তথ্য সবার আগে পেতে আমাদের পেইজের সাথে যুক্ত হতে পারেন Recruitment Circular-নিয়োগ বিজ্ঞপ্তি পেইজ  এছাড়া আমাদের ফেসবুক গ্রুপের সদস্য হিসেবেও জয়েন করুন Recruitment Circular-নিয়োগ বিজ্ঞপ্তি গ্রুপ

Post a Comment

Previous Post Next Post