পরিবার পরিকল্পনা অধিদপ্তর নেবে ১৫৬২ জন
পরিবার পরিকল্পনা অধিদপ্তর ৩৬টি পদে মোট ১ হাজার ৫৬২ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় অনলাইনে আবেদন শুরু ৯ নভেম্বর থেকে। আবেদন করা যাবে ৩০ নভেম্বর পর্যন্ত।
পদের নাম ও পদসংখ্যা
ফার্মাসিস্ট-২৭৫
মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব-১৪৮
মেডিকেল টেকনোলজিস্ট রেডিও-০২
হেলথ এডুকেটর-০১
সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর-০৩
কম্পিউটার অপারেটর-০১
ফিল্ড ট্রেইনার-০১
প্রধান সহকারী-০১
হিসাবরক্ষক-০৩
উচ্চমান সহকারী-০১
গবেষণা সহকারী-০২
সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর-৪০
পরিসংখ্যান সহকারী-০৫
গুদামরক্ষক-০৫
কোষাধ্যক্ষ-০৬
আরও দেখুনঃ BUET Recruitment Circular ৷৷ বুয়েট নিয়োগ বিজ্ঞপ্তি
সহকারী লাইব্রেরিয়ান-০২
ইপিআই টেকনিশিয়ান-০১
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক-১৫৯
টেলিফোন অপারেটর-০২
ডাটা এন্ট্রি/ কন্ট্রোল অপারেটর -০১
ওয়ার্ড মাস্টার-০২
লিনেন কিপার-০২
ইন্সট্রুমেন্ট কেয়ারটেকার-০২
টিকেট ক্লার্ক-০৪
স্টেরিলাইজার কাম মেকানিক-০২
কিচেন সুপারভাইজার-০১
রেকর্ড কিপার-০১
কার্ডিওগ্রাফার-০১
গাড়িচালক-৩৪
ইলেকট্রিশিয়ান-০১
অফিস সহায়ক-৪০৪
এমএলএসএস/ নিরাপত্তা প্রহরী-৩৭৪
নিরাপত্তা প্রহরী-০৯
ওয়াচম্যান-০১
কুক হেলপার-০১
পরিচ্ছন্নতাকর্মী-৬৪
আরও দেখুনঃ BRTA Recruitment Circular 2020 ৷৷ বিআরটিএ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০
আবেদনের যোগ্যতা
প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমা আলাদা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমার শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে।
চাকরিতে আবেদনের বয়স
প্রার্থীর বয়স ২৫-০৩-২০২০ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা (http://dgfp.teletalk.com.bd/) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করে আগামী ৩০-১১-২০২০ তারিখ পর্যন্ত জমা দিতে পারবেন।
চাকুরির তথ্য সবার আগে পেতে আমাদের পেইজের সাথে যুক্ত হতে পারেন Recruitment Circular-নিয়োগ বিজ্ঞপ্তি পেইজ এছাড়া আমাদের ফেসবুক গ্রুপের সদস্য হিসেবেও জয়েন করুন Recruitment Circular-নিয়োগ বিজ্ঞপ্তি গ্রুপ