রাজশাহী বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে চিকিৎসক নিয়োগে বিজ্ঞপ্তি ২০২০

রাজশাহী বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে চিকিৎসক নিয়োগে বিজ্ঞপ্তি ২০২০

রাজশাহী বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে চিকিৎসক নিয়োগে বিজ্ঞপ্তি ২০২০


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়োগের জন্য বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে। একাডেমিক যোগ্যতা থাকলে যে কেউ আবেদন করতে পারবেন পদগুলোতে।


পদ ও বিবরণ

 *এ্যাডিশনাল চিফ মেডিকেল অফিসার-১টি (স্থায়ী)। বেতনক্রম: ৫৬,৫০০-৭৪,৪০০/- ও প্রচলিত ভাতাদি।

 *সিনিয়র মেডিকেল অফিসার (মেডিসিন, গাইনি, চর্ম ও যৌনরোগ)-৩ টি (স্থায়ী)। বেতনক্রম: ৩৫,৫০০-৬৭,০১০/- ও প্রচলিত ভাতাদি ।

 *সিনিয়র মেডিকেল অফিসার-০১ টি (স্থায়ী)। বেতনক্রম: ৩৫,৫০০-৬৭,০১০/- ও প্রচলিত ভাতাদি।

 *মেডিকেল অফিসার-৫ টি (স্থায়ী)।  বেতনক্রম: ২৩,০০০-৫৫,৪৭০/- ও প্রচলিত ভাতাদি।

 *মেডিকেল অফিসার (সাইকিয়াট্রি, মাইক্রোবায়োলজি)-০৩ টি (স্থায়ী)। বেতনক্রম: ২২,০০০-৫৩,০৬০/- ও প্রচলিত ভাতাদি।


প্রতিটি পদের জন্য শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, আবেদন-ফি এবং আবেদন পদ্ধতির বিস্তারিত বিবরণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের www.ru.ac.bd -এ পাওয়া যাবে। আগামী বৃহস্পতিবার ১৫ অক্টোবর বিকেল ৫ (পাঁচ) টার মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।


এ্যাডিশনাল চীফ মেডিকেল অফিসার, আবেদন ফিসহ অনলাইন ফি (২০০০ + ৫০) = ২০৫০ টাকা। সিনিয়র মেডিকেল অফিসার, আবেদন ফি সহ অনলাইন ফি (১০০০ + ৫০) = ১০৫০ টাকা। মেডিকেল অফিসারের আবেদন ফি সহ অনলাইন ফি (১০০০ + ৫০) = ১০৫০ টাকা।

Post a Comment

Previous Post Next Post