একাদশ শ্রেণীর অ্যাডমিশন ফি বিকাশ করুন কোনো চার্জ ছাড়াই


একাদশ শ্রেণীর অ্যাডমিশন ফি বিকাশ করুন কোনো চার্জ ছাড়াই


২০২০ শিক্ষাবর্ষের অধীনে মাধ্যমিক উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজগুলোতে একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন ফি এখন বিকাশ করতে পারবেন কোনো চার্জ ছাড়াই কেবলমাত্র বিকাশ অ্যাপ দিয়ে পে বিল করলেই এই অফারটি উপভোগ করা যাবে


অফারের সময়সীমা: আগস্ট ২০২০ থেকে ১৫ সেপ্টেম্বর ২০২০

অফারের বিস্তারিত:

শিক্ষার্থীরা কলেজের ভর্তি ফি বিকাশ করলেই টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাবেন
ক্যাশব্যাকের পাশাপাশি বিবিসি জানালার কোর্সে সাবস্ক্রিপশন বিনামূল্যে উপভোগ করতে পারবে

লিমিট: একটি বিকাশ একাউন্ট থেকে সর্বোচ্চ ৫০১ টাকা পর্যন্ত ক্যাশব্যাক উপভোগ করা যাবে

ভর্তির আবেদন এবং রেজিস্ট্রেশনের সময়সূচী:

আবেদনের ধরণ
পেমেন্ট এর সময়সীমা
অনলাইন আবেদন
০৯/০৮/২০২০-২০/০৮/২০২০
রেজিস্ট্রেশন
২৬/০৮/২০২০-৩০/০৮/২০২০
অনলাইন আবেদন
৩১/০৮/২০২০-০২/০৯/২০২০
রেজিস্ট্রেশন
০৫/০৯/২০২০-০৬/০৯/২০২০
অনলাইন আবেদন
০৭/০৯/২০২০-০৮/০৯/২০২০
রেজিস্ট্রেশন
১১/০৮/২০২০-১২/০৯/২০২০

বিকাশ এর মাধ্যমে পেমেন্ট করার নিয়মাবলিঃ


যে বিকাশ নাম্বার থেকে ফি পরিশোধ করা হয়েছে, সেই নাম্বারে পাওয়া কনফার্মেশন এসএমএসটি পরবর্তীতে ব্যবহারের জন্য সংরক্ষণ করুন
শর্তাবলি:
  • যে সকল বিকাশ গ্রাহকের সক্রিয় একাউন্ট স্ট্যাটাস এবং পর্যাপ্ত ব্যালেন্স আছে, শুধুমাত্র তারাই নিজের বিকাশ একাউন্ট থেকে পেমেন্ট বিকাশ করে এই অফারটি উপভোগ করতে পারবেন
  • ক্যাশব্যাক পেতে হলে গ্রাহকের একাউন্ট স্ট্যাটাস ইনকামিং লেনদেন অবশ্যই সক্রিয় থাকতে হবে গ্রাহকের একাউন্ট স্ট্যাটাসের ইস্যুজনিত কারণে ক্যাশব্যাক বিতরণ ব্যর্থ হলে গ্রাহক অফারের ক্যাশব্যাক পাবেন না
  • গ্রাহকের একাউন্ট স্ট্যাটাসের ইস্যুজনিত কারণ ছাড়া যদি অন্য কোনো অজানা/ অপ্রত্যাশিত কারণে ক্যাশব্যাক বিতরণ ব্যর্থ হয়, সেক্ষেত্রে ক্যাম্পেইন শেষ হওয়ার পরবর্তী মাসের মধ্যে বিকাশ দফা ক্যাশব্যাক বিতরণের চেষ্টা করবে যদি সকল উপায়ই ব্যর্থ হয়, তাহলে আর কোনো চেষ্টা করা হবে না এবং গ্রাহক ক্যাশব্যাক অফারের জন্য আর বিবেচিত হবেন না
  • গ্রাহক তার নিজের বিকাশ একাউন্ট থেকে সফলভাবে লেনদেন সম্পন্ন করার মাধ্যমে (ক্যাম্পেইন চলাকালীন নির্দিষ্ট মার্চেন্টের নাম্বারে পেমেন্ট বিকাশ করার মাধ্যমে) ক্যাশব্যাক পাবেন
  • বিকাশ কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়াই যেকোনো উপায়ে ক্যাম্পেইনের নিয়ম শর্তাবলি এবং মার্চেন্ট/আউটলেটের অংশগ্রহণে পরিবর্তন/সংশোধন বা যেকোনো সময় সম্পূর্ণ ক্যাম্পেইন বাতিল করার অধিকার সংরক্ষণ করে
  • কোনো নির্দিষ্ট লেনদেন এবং/অথবা গ্রাহকের লেনদেন কার্যক্রম যদি এরূপ কোনো যুক্তিসংগত সংশয় তৈরি করে যে, গ্রাহক কর্তৃক ক্যাশব্যাক ক্যাম্পেইনের সুবিধার অপব্যবহার হয়েছে, সেক্ষেত্রে বিকাশ গ্রাহকের ক্যাশব্যাক বাতিলের অধিকার সংরক্ষণ করে
  • যদি মার্চেন্ট কোনো সার্ভিস ডেলিভারি নিশ্চিত করতে না পারে, সেক্ষেত্রে বিকাশ তার দায়ভার নেবে না, বিকাশ কেবল গ্রাহককে পেমেন্ট সেবা দেয় মার্চেন্ট যদি গ্রাহককে কোনো সেবা সঠিকভাবে ডেলিভারি করতে না পারার কারণে মূল্য ফেরত দেয়, তাহলে বিকাশ নির্দিষ্ট লেনদেনের জন্য গ্রাহকের ক্যাশব্যাক লিমিট পুনর্বহাল করতে বাধ্য নয় গ্রাহক ক্যাশব্যাক অফারটি গ্রহণ করেছেন বলে ধরে নেওয়া হবে
  • যদি কোনো গ্রাহক ভুল পেমেন্ট করে ফেলেন, সেক্ষেত্রে অফার শেষে গ্রাহক এর দাবির বৈধতা সাপেক্ষে বিকাশ বিষয়টি নিষ্পত্তি করবে

Post a Comment

Previous Post Next Post