Bangladesh Copyright Registration Rules ৷৷ বাংলাদেশ কপিরাইট নিবন্ধকরণ বিধি

Bangladesh Copyright Registration Rules || বাংলাদেশ কপিরাইট নিবন্ধকরণ বিধি
Bangladesh Copyright Registration Rules ৷৷ বাংলাদেশ কপিরাইট নিবন্ধকরণ বিধি
১. বাংলাদেশ ব্যাংক / সোনালী ব্যাংকের যে কোন শাখায় কৃত ১-৩৪৩৭-০০০০-১৮৪১ কোড নম্বরে ১০০০ ( এক হাজার টাকার ট্রেজারি চালান এর মূল কপি স্ক্যান করে আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে । )

২. আবেদনকৃত কর্মের সফট কপি আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে ।

৩. কর্মটি মৌলিক মর্মে আদালতে কোন মোকদ্দমা বিচারাধীন নেই এবং প্রদত্ত তথ্য নির্ভুল ঘোষনা সংবলিত ৩০০ /- ( তিনশত ) টাকার ননজুডিশিয়াল স্ট্যাম্পে লিখিত অঙ্গীকারনামার মূল কপি স্ক্যান করে আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে ।

৪. বাংলাদেশের নাগরিকত্ব প্রমাণের জন্য আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র / পাসপোর্টের মূল কপি স্ক্যান করে আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে ।

৫. পাসপোর্ট সাইজের এক কপি ছবি স্ক্যান করে আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে ।

৬. প্রতিষ্ঠানের নামে কপিরাইট নিবন্ধনের জন্য ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য কাগজপত্র সহ কোম্পানীর মেমোরান্ডাম, ট্রেডলাইসেন্স, টিআইএন সার্টিফিকেটের মূল কপি স্ক্যান করে আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে ।

৭. হস্তান্তর সূত্রে মালিক হলে ৩০০ /- ( তিনশত ) টাকার ননজুডিশিয়াল স্ট্যাম্পে কপিরাইট হস্তান্তর দলিলের মূল কপি স্ক্যান করে আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে ।

৮. উল্লেখ্য যে, অঙ্গীকারনামা, হস্তান্তরনামা দলিল, অনাপত্তি পত্র সমূহের নমুনা ( ফরমেট )

Bangladesh Copyright Registration Fees 

Bangladesh Copyright Registration Fees

Bangladesh Copyright Registration Fees

Post a Comment

Previous Post Next Post