MCB (এমসিবি) কি

MCB (এমসিবি) কি?

MCB (এমসিবি) কি?

এমসিবি কি?
এমসিবি হলো মিনিয়েচার সার্কিট ব্রেকার যা সাধারণত একটি মেকানিকাল ডিভাইস।যদি কোনো কারণে সাপ্লাই লাইনে কোনো প্রকার ফল্ট সৃষ্টি হয় তাহলে এমসিবি ট্রিপ হয়ে যায়।

এমসিবি সাধারণত ২টি কারণে ট্রিপ করে।

১/ওভার লোড
২/শর্ট সার্কিটভেদে বিভিন্ন প্রকার এমসিবি!!
SP – এসপি – সিঙ্গেল পোল ও সিঙ্গেল ফেইজ কানেকশন এর জন্য।
SPN – এসপিএন – সিঙ্গেল পোল ও নিউট্রাল কানেকশন এর জন্য।
DP – ডিপি – ডাবল পোল কানেকশন এর জন্য।
TP – টিপি – ট্রিপল পোল কানেকশন এর জন্য।
TPN – টিপিএন – ট্রিপল পোল ও নিউট্রাল কানেকশন এর জন্য।
FP – এফপি – ফোর পোল ও নিউট্রাল কানেকশন এর জন্য।

থার্মাল ট্রিপিং/ওভার লোড ট্রিপিং কি??

যে রেটিং এর এমসিবি লাগানো আছে তার থেকে বেশি কারেন্ট এমসিবির মধ্যে দিয়ে প্রবাহিত হলে এমসি বি ট্রিপ করাকে থার্মাল ট্রি পিং বা ওভার লোড ট্রি পিং বলে।

ম্যাগনেটিক ট্রিপিং বা শর্ট ট্রিপিং কি??

যদি লাইনে শর্ট সার্কিট হয় তবে কয়েল এর মাধ্যমে ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হয়ে এমসিবি ট্রিপ করাকে ম্যাগনেটিক ট্রিপ বা শর্ট ট্রিপিং বলে।
এমসি বি টাইপ!!
B-series : এই সিরিজ এর এমসিবি ব্যাবহার করা হয় সাধারণত যেসব স্থানে তাপ উৎপন্ন হয়,যেমন:Bulb, Tube, Geyser, Heater.
etc. Note: এই সিরিজের এম সি বি দ্বারা ইন্ডাকটিভ লোড বা মোটর ব্যাবহার করা যাবে না।
C – Series : এই ধরনের এমসিবি সাধারণ ব্যাবহার করা হয় যেখানে ইন্ডাক্টিব লোড পাওয়া যায় বা যেখানে মোটর ব্যাবহার হয়।যেমন: Air conditioner, Fridge Washing machine,Pump etc.
নোটিশ: কোনো ভাবেই B-SERIES এর স্থানে C-Series বা C-series এর স্থানে B – Series ব্যাবহার করা যাবে না।

এম সি বি রেটিং ক্যালকুলেশন!!
প্রবেশকৃত কারে কারেন্ট রেটিং(সিঙ্গেল ফেজ) = মোট লোড পাওয়ার (ওয়াট) / ২২০ ভোল্ট
যদি সিঙ্গেল ফেজ কারেন্ট = I
এবং সিঙ্গেল ফেজ পাওয়ার তবে, I = P/220
প্রবেশকৃত কারে কারেন্ট রেটিং(থ্রি-ফেজ) = মোট লোড পাওয়ার (ওয়াট) /√৩ × ২২০ ভোল্ট
যদি, থ্রি-ফেজ কারেন্ট = I 3p
এবং থ্রি-ফেজ পাওয়ার =P3p হয়
তবে, I 3p = P 3p / √3×220

Post a Comment

Previous Post Next Post