ECab Membership Required Documents ৷৷ ইক্যাবের সদস্য হতে প্রয়োজনীয় কাগজপত্র

E-Cab Membership Required Documents ৷৷ ই-ক্যাবের সদস্য হতে প্রয়োজনীয় কাগজপত্র 

E-Cab Membership Required Documents ৷৷ ই-ক্যাবের সদস্য হতে প্রয়োজনীয় কাগজপত্র

১. কোম্পানীর নাম, ধরণ, লোগো, ঠিকানা, ফোন, ই-মেইল, ওয়েবসাইট ও ফেসবকু পেইজ

২. মালিকের নাম, ঠিকানা, জাতীয় পরিচয়পত্র, ফোন নাম্বার, ই-মেইল, টিন ও স্বাক্ষর

৩. প্রতিনিধি (যদি থাকে) এর নাম, ঠিকানা, ফোন নাম্বার, ই-মেইল, টিন ও স্বাক্ষর

৪. মালিকের অথবা কোম্পানীর টিন নাম্বার ও টিন সার্টিফিকেট

৫. রেফারেন্স: ২ জন ইক্যাব মেম্বার (১ জন আবশ্যিক)

৬. বিকল্প রেফারেন্স (যাদের পরিচিত কোনো ই-ক্যাব মেম্বার নেই তাদের জন্য)  ব্যাংক তথ্য অথবা অন্য এসোসিয়েশন এর সদস্যপদ।

ই-ক্যাবের সদস্য হতে যেসব দলিলপত্র লাগে

১. প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স

২. মালিক বা প্রতিনিধির জাতীয় পরিচয়পত্র

৩. টিআইএন সার্টিফিকেট

৪. মালিক ও প্রতিনিধির ছবি

৫. ঠিকানা প্রমানের জন্য ইউটিলিটি বিলের কপি।

৬. মালিক ও প্রতিনিধির স্বাক্ষরের অনুলিপি

৭.  কোম্পানীর লোগো

৮. অফিসের ছবি

ই-ক্যাবের সদস্য হওয়ার ধারাবাহিক প্রক্রিয়া

প্রথমধাপ: ই-ক্যাবের ওয়েবসাইটে লগইন করে ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে যুক্ত হতে হবে।

দ্বিতীয়ধাপ:  ই-ক্যাবের ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য ও ডকুমেন্ট দিয়ে ফরমপূরন করতে হবে।

তৃতীয়ধাপ: সবতথ্য ঠিক থাকলে আপনার আবেদন গৃহিত হবে। এবং আপনার কাছে ই-মেইল আসবে।

চতুর্থধাপ: ইউজার নাম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে আপনার মেম্বার প্রোফাইলে গিয়ে অনলাইন থেকে পেমেন্ট করে দিলেই আপনি পেয়ে যাবেন মেম্বাশিপ নাম্বার ও মেম্বারশিপ সার্টিফিকেট।

ই-ক্যাবের সদস্য ফি

■ ই-ক্যাবের সদস্য ফি-১০০০ টাকা

■ বার্ষিক ফি ২০০০ টাকা।

■ উন্নয়ন তহবিল ১০০০

■ কল্যান তহবিল ১০০০ টাকা

■ সার্ভিস চার্জ: ২০০ টাকা

মোট: ৫২০০ টাকা

E-Cab Membership Required Documents ৷৷ ই-ক্যাবের সদস্য হতে প্রয়োজনীয় কাগজপত্র

Post a Comment

Previous Post Next Post