লে-অফকৃত শ্রমিকগণের মাস্টার রোল বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯
১৬।
কোনো প্রতিষ্ঠানে শ্রমিকগণকে লে-অফ করা সত্ত্বেও মালিককে তাহাদের জন্য মাস্টার রোল সংরক্ষণ করিতে হইবে, এবং স্বাভাবিক কর্মসময়ে লে-অফকৃত শ্রমিকগণের মধ্যে যাহারা কাজের জন্য হাজিরা দিবেন, তাহাদের নাম উহাতে লিপিবদ্ধ করিবার ব্যবস্থা করিবেন।
Tags:
Bangladesh EPZ Labor Act