Monday, January 27, 2020

অর্জিত ছুটি বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯


অর্জিত ছুটি বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯

বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯


৫২   () কোনো প্রতিষ্ঠানে অবিচ্ছিন্নভাবে (এক) বৎসর চাকরি সম্পূর্ণ করিয়াছেন এমন প্রত্যেক শ্রমিক পরবর্তী ১২ (বারো) মাস সময়ে তাহার পূর্ববর্তী ১২ (বারো) মাসের কাজের জন্য মজুরিসহ প্রতি ১৮ (আঠারো) দিন কাজের জন্য (এক) দিন হারে অর্জিত ছুটি প্রাপ্য হইবেন


() প্রত্যেক পঞ্জিকা বর্ষে কোনো শ্রমিক তাহার জমাকৃত অর্জিত ছুটির নগদায়ন করিতে পারিবেন এবং কর্তৃপক্ষ অর্জিত ছুটির নগদায়ন পদ্ধতি নির্ধারণ করিবেন

No comments:

Post a Comment