গোলমরিচের উপকারিতা


গোলমরিচের উপকারিতা

গোলমরিচের উপকারিতা


গোল মরিচ

গোল মরিচ (বৈজ্ঞানিক নাম: Piper nigrum ইংরেজি নাম Black pepper) পিপারাসি গোত্রের পিপার গণের একটি লতাজাতীয় উদ্ভিদ এদের ফলকে শুকিয়ে মসলা হিসাবে ব্যবহার করা হয় গোল মরিচের Pepper শব্দটি এসেছে সংস্কৃত ভাষার "পিপালী" শব্দ থেকে, যার অর্থ দীর্ঘ মরিচ এখান থেকে উদ্ভূত হয়েছে লাতিন ভাষার piper যা মরিচ গোল মরিচ দুটোকেই বোঝানোর জন্য রোমানরা ব্যবহার করতো
গোল মরিচ ফলটি গোলাকার, মিলিমিটার ব্যাসের, এবং পাকা অবস্থায় গাঢ় লাল বর্ণের হয়ে থাকে এর মধ্যে ১টি মাত্র বিচি থাকে গোল মরিচ গাছের আদি উৎস দক্ষিণ ভারত পৃথিবীর উষ্ণ নিরক্ষীয় এলাকায় এটির চাষ হয়ে থাকে গোল মরিচের গুঁড়া পশ্চিমা (ইউরোপীয়) খাদ্যে মসলা হিসাবে ব্যবহার করা হয় প্রাচীন কাল থেকে তবে ভারত বর্ষের মসলাধিক্য রান্নায় এটির ব্যবহার প্রচুর এছাড়া ঔষধী গুণাগুণের জন্যেও এটি সমাদৃত গোল মরিচে পাইপারিন (piperine) নামের রাসায়নিক উপাদান রয়েছে, যা থেকে এর ঝাঁঝালো স্বাদটি এসেছে

গোলমরিচের উপকারিতা

গোলমরিচ পেটে হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরণের মাত্রা বাড়ায় তাই এটি হজমে সাহায্য করে আর হজম ঠিক থাকলে কোষ্ঠকাঠিন্য, ডায়েরিয়ার মতো সমস্যাকে এড়ানো যায় পেটে গ্যাস হওয়া রুখতেও গোলমরিচের জুড়ি মেলা ভার
 
গোলমরিচ খেলে ঘাম বেশি হয় ফলে শরীর থেকে অতিরিক্ত টক্সিন কমতে থাকে

গোটা মরিচের খোসা অতিরিক্ত মেদ ঝরাতে সাহায্য করে ফলে গোলমরিচ দেওয়া খাবার খেলে কমতে থাকে শরীরের অতিরিক্ত মেদ

যারা অতিরিক্ত মাত্রায় ধূমপান করেন, গোলমরিচ তেলের গন্ধ নিয়মিত সেবন করলে বা সরাসরি ভাবে গোলমরিচ খেলে ধূমপানের অভ্যাস কমতে থাকে

ত্বকের রোগ থাকলে তার চিকিৎসাতেও কাজে লাগে গোলমরিচ গোলমরিচ গুঁড়া করে, স্ক্রাবার হিসেবে ব্যবহার করলে ত্বক থেকে মৃত কোষ দূর হয় ফলে ত্বকে সহজে অক্সিজেন চলাচল করতে পারে এছাড়া পিগমেন্টেশন অ্যাকনে দূর করতেও সাহায্য করে গোলমরিচ

নাক বন্ধ থাকা, হাঁপানি ইত্যাদি সারাতে সাহায্য করে গোলমরিচ এক কাপ গরম পানিতে এক টেবিল চামচ গোলমরিচ এবং দুই টেবিল চামচ মধু দিয়ে খেলে শ্লেষ্মা দূর হয়

দাঁতে ক্যাভিটি বা ব্যথা থাকলে, গোলমরিচ সেই ব্যথা দূর করতে সাহায্য করে

Post a Comment

Previous Post Next Post