Monday, September 2, 2019

In order to correct the date of birth, the applicant has to fulfill the following conditions জন্ম তারিখ সংশোধনের ক্ষেত্রে আবেদনকারীকে নিম্নোক্ত শর্তসমূহ পূরণ করতে হবে

ক) সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম এর অনুকূলে বয়স সংশোধনের ফি বাবদ মোবাইল ব্যাংকিং অথবা ডেভিট/ক্রেডিট কার্ডের মাধ্যমে জেএসসি/এসএসসি/এইচএসসি পরীক্ষার প্রতিটি ১০০০/- (একহাজার) টাকা হারে জমা দিতে হবে।

খ) সিভিল র্সাজন, সদর হাসপতাল চট্টগ্রাম কর্তৃক বয়স নির্ধারণী এক্সরে রির্পোটসহ ডাক্তারী প্রত্যয়নপত্র স্ক্যান করে আপলোড করতে হবে (মূলকপি সভায় দাখিল করতে হবে)।

গ) ছাত্র/ছাত্রীর অভিভাবক কর্তৃক ১ম শ্রেণীর মেজিস্ট্রেট কোর্টে [৩০০ (তিনশত) টাকার ননজুডিশিয়াল ষ্ট্যাম্প] করা এফিডেভিট এর কপি স্ক্যান করে আপলোড করতে হবে (মূলকপি মিটিং এ জমা দিতে হবে)।

ঘ) বয়স সংশোধেনের জন্য বাংলাদেশের যে কোন দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে হবে এবং উক্ত পত্রিকার কপি স্ক্যান করে আপলোড করতে হবে (মূলকপি মিটিং এ জমা দিতে হবে)।

ঙ) বয়স সংশোধেনের ক্ষেত্রে জম্ম নিবন্ধন সনদ ও জাতীয় পরিচয়পত্র স্ক্যান করে আপলোড করতে হবে (সত্যায়িত ফটোকপি মিটিং এ জমা দিতে হবে এবং মূলকপি উক্ত মিটিং এ দেখাতে হবে)।

চ) সংশ্লিষ্ট পরীক্ষার রেজি: র্কাড, প্রবেশপত্র ও একাডেমিক ট্রান্সক্রীপ্ট স্ক্যান করে আপলোড করতে হবে (সত্যায়িত ফটোকপি মিটিং এ জমা দিতে হবে এবং মূলকপি উক্ত মিটিং এ দেখাতে হবে)।

ছ) বয়স সংশোধেনের সপক্ষে অন্যন্য প্রামাণ্য কাগজপত্র (যদি থাকে) স্ক্যান করে আপলোড করতে হবে (সত্যায়িত ফটোকপি মিটিং এ জমা দিতে হবে এবং মূলকপি উক্ত মিটিং এ দেখাতে হবে)।

জ) অসর্ম্পূণ আবেদন বিবেচনা করা হবে না এবং কোন পত্র যোগাযোগ ছাড়াই বাতিল বলে গণ্য হবে।

বি:দ্র: ১। জেএসসি পরীক্ষা পাশের ১ (এক) বছর ও এসএসসি/এইচএসসি পরীক্ষা পাশের ২ (দুই) বছরের মধ্যে সংশোধনের আবেদন করা যাবে।
২। কোন কারণ দর্শানো ব্যাতিরেকে আবেদন নামঞ্জুর করার পূর্ণ ক্ষমতা র্বোড কর্তৃপক্ষ সংরক্ষণ করে।


No comments:

Post a Comment