In order to correct the date of birth, the applicant has to fulfill the following conditions জন্ম তারিখ সংশোধনের ক্ষেত্রে আবেদনকারীকে নিম্নোক্ত শর্তসমূহ পূরণ করতে হবে

ক) সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম এর অনুকূলে বয়স সংশোধনের ফি বাবদ মোবাইল ব্যাংকিং অথবা ডেভিট/ক্রেডিট কার্ডের মাধ্যমে জেএসসি/এসএসসি/এইচএসসি পরীক্ষার প্রতিটি ১০০০/- (একহাজার) টাকা হারে জমা দিতে হবে।

খ) সিভিল র্সাজন, সদর হাসপতাল চট্টগ্রাম কর্তৃক বয়স নির্ধারণী এক্সরে রির্পোটসহ ডাক্তারী প্রত্যয়নপত্র স্ক্যান করে আপলোড করতে হবে (মূলকপি সভায় দাখিল করতে হবে)।

গ) ছাত্র/ছাত্রীর অভিভাবক কর্তৃক ১ম শ্রেণীর মেজিস্ট্রেট কোর্টে [৩০০ (তিনশত) টাকার ননজুডিশিয়াল ষ্ট্যাম্প] করা এফিডেভিট এর কপি স্ক্যান করে আপলোড করতে হবে (মূলকপি মিটিং এ জমা দিতে হবে)।

ঘ) বয়স সংশোধেনের জন্য বাংলাদেশের যে কোন দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে হবে এবং উক্ত পত্রিকার কপি স্ক্যান করে আপলোড করতে হবে (মূলকপি মিটিং এ জমা দিতে হবে)।

ঙ) বয়স সংশোধেনের ক্ষেত্রে জম্ম নিবন্ধন সনদ ও জাতীয় পরিচয়পত্র স্ক্যান করে আপলোড করতে হবে (সত্যায়িত ফটোকপি মিটিং এ জমা দিতে হবে এবং মূলকপি উক্ত মিটিং এ দেখাতে হবে)।

চ) সংশ্লিষ্ট পরীক্ষার রেজি: র্কাড, প্রবেশপত্র ও একাডেমিক ট্রান্সক্রীপ্ট স্ক্যান করে আপলোড করতে হবে (সত্যায়িত ফটোকপি মিটিং এ জমা দিতে হবে এবং মূলকপি উক্ত মিটিং এ দেখাতে হবে)।

ছ) বয়স সংশোধেনের সপক্ষে অন্যন্য প্রামাণ্য কাগজপত্র (যদি থাকে) স্ক্যান করে আপলোড করতে হবে (সত্যায়িত ফটোকপি মিটিং এ জমা দিতে হবে এবং মূলকপি উক্ত মিটিং এ দেখাতে হবে)।

জ) অসর্ম্পূণ আবেদন বিবেচনা করা হবে না এবং কোন পত্র যোগাযোগ ছাড়াই বাতিল বলে গণ্য হবে।

বি:দ্র: ১। জেএসসি পরীক্ষা পাশের ১ (এক) বছর ও এসএসসি/এইচএসসি পরীক্ষা পাশের ২ (দুই) বছরের মধ্যে সংশোধনের আবেদন করা যাবে।
২। কোন কারণ দর্শানো ব্যাতিরেকে আবেদন নামঞ্জুর করার পূর্ণ ক্ষমতা র্বোড কর্তৃপক্ষ সংরক্ষণ করে।


Post a Comment

Previous Post Next Post