মুক্তাগাছার
জমিদার মহারাজা সূর্যকান্তের বসতবাড়ি শশীলজ। নিজ পুত্র (ভাতিজা ও দত্তকপুত্র) শশীকান্ত
আচার্য চৌধুরীর নামে ঊণবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে এটি নির্মিত হয়। বাড়িটি ছিল দ্বিতল ভবন। ১৮৯৭-এর ভূমিকম্পে দ্বিতল
ভবনটি ভেঙ্গে যাবার পর বর্তমান বাড়িটি
পুননির্মাণ করা হয়। দ্বিতল ভবনের সিঁড়িতে বিশেষ বাদ্যের ব্যবস্থা ছিল। সিঁড়িতে মানুষ চলাচল করলেই সুমধুর বাজনা বাজতো। জানা যায়, প্যারিস থেকে মহারাজা এক লক্ষ (মতান্তরে
তিন লক্ষ) টাকা ব্যয়ে স্ফটিক সঙ্গীত বাক্সটি কিনে এনেছিলেন।
কিভাবে যাওয়া
যায়:
মাসকান্দা
বাস টার্মিনাল হতে রিক্সা, অটোরিক্সা যোগে যাওয়া যায় অথবা ব্রিজ হইতে রিক্সা, অটোরিক্সা ,টেম্পু যোগে যাওয়া যায়।