শাহী মসজিদ


কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলা সদর থেকে কিমি উত্তর-পূর্ব দিকে ব্যাপারীপাড়া শাহী মসজিদ অবসিহত। মসজিদটির দৈর্ঘ্য ৩২ ফুট প্রসহ ১০ ফুট। চারপাশে ফুট উঁচু প্রাচীর দ্বারা সুরক্ষিত মসজিদের সামনে ৩টি দরজা। একটি সুদৃশ্য প্রবেশ তোরণ, ০২টি মিনার এবং চার কোণায় ৪টি উচুঁ মিনার আছে এই মিনারগুলোর পাশে আরো ৮টি ছোট মিনার আছে ছাদের মাঝখানে ৩টি বড় আকৃতির গমবুজ আছে। মসজিদের কোন শিলালিপি নেই তবে মোগল সহাপত্য শৈলিতে নির্মিত মসজিদটি ২০০ বছরের পুরাতন বলে অনুমান করা যায় মসজিদের সামনে একটি দিঘি আছে

কিভাবে যাওয়া যায়:
দেশের যে কোন প্রান্ত থেকে কুড়িগ্রাম জেলা বাস টার্মিনালে পৌঁছার পর অটো(ইজি বাইক) যোগে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে এসে জিজ্ঞাস করলেই পাওয়া যাবে শাহী মসজিদ।

Post a Comment

Previous Post Next Post