খুনিয়া
দিঘী স্মৃতি সৌধ - ঠাকুরগাঁও জেলা
মহান
মুক্তিযুদ্ধে ঠাকুরগাঁও জেলা সর্বচ বড় আকারের বদ্ধ ভূমি খুনিয়া দিঘী ।
১৯৭১সালের
বীর শহীদের খুনিয়া দিঘী স্মৃতি সৌধ রানীশংকৈল ঠাকুরগাঁও। উপজেলা
সদর থেকে মাত্র সিকি মইল দক্ষিণে পাকা রাস্তা সংলগ্ন খুনিয়া দিঘী মহান মুক্তিযুদ্ধে ঠাকুরগাঁও জেলা সবচেয়ে রড় আকারের বদ্ধ ভূমি খুনিয়া দিঘী। ৬একর
আয়তনে খুনিয়া দিঘী।প্রায়
দুশ বছর আগে স্থানীয় কোন জমিদার খনন করেছিল খুনিয়া দিঘি। জনস্রুতি
আছে এই এলাকার ব্যাববসায়ীরা দিঘির পাশ দিয়ে ব্যবসা করতে রায়গঞ্জে যেতেন। দিঘির
এলাকাটি নির্জন চঙ্গলার্কীণ ছিল। এখানে
এক ব্যবসাযীকে খুনকরে দিঘির পাড়ে ফেলে রেখেছিল। তখন
খেকে দিঘির নাম খুনিয়া দিঘি। মহান
মুক্তিযুদ্ধে ব্যাপক গন হত্যার নিরিহ মানুসের রক্ত পান করে ।তার
নামে স্বার্থকতা তালিকা সংগ্রহ করা হয়েছে। ১০০০জনের
অধিক মানুষকে হত্যা কার হয়্ । এখানে
প্রতি বছর ১৬ই ডিসেম্বর ২৬শে মার্চ রাত ১২টা ১মিনিটে ফুল দেওয়া হয়।
কিভাবে
যাওয়া যায়:
ঢাকা
থেকে বাস যোগে ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলায় আসতে হাবে। তারপরে
বাস,মাইক্রোবাস,মটরসাইকেল,ভ্যান-রিক্সা ইত্যাদিযোগে যাওয়া যায়।