বাংলাদেশের
একমাত্র অর্কিড বাগান ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়াউপজেলার এনায়েতপুর ইউনিয়নে রয়েছে। এ বাগানটি ২০
একর জমির উপর তৈরী জমির উপরতৈরী হয়েছে। এ বাগানের ২০০
এর অধিক প্রজাতীর অর্কিড রয়েছে। এ অর্কিড সমস্তবাংলাদেশের
চাহিদা পূরণ করে বিদেশেও রপ্তানী করে বৈদেশী মুদ্রা অর্জনেসক্ষম হয়েছে। গুণে এবং মানে ও রং বৈচিত্রে
ফুলবাড়ীয়ার অর্কিড এর তুলনা হয়না।
কিভাবে যাওয়া
যায়:
ঢাকা
থেকে বাস অথবা ট্রেন যোগে ময়মনসিংহ জেলা শহরে আসতে হবে; দূরত্ব ১২২ কিঃমিঃ। ময়মনসিংহ হতে বাস অথবা সিএনজি যোগে ফুলবাড়ীয়া উপজেলা সদরে আসতে হবে; দূরত্ব ২০ কিঃ মিঃ।
ফুলবাড়ীয়া হতে সিএনজি যোগে এনায়েতপুরস্থ অর্কিড বাগানে যেতে হবে; দূরত্ব প্রায় ১২ কিঃ মিঃ।