অর্কিড বাগান


বাংলাদেশের একমাত্র অর্কিড বাগান ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়াউপজেলার এনায়েতপুর ইউনিয়নে রয়েছে। বাগানটি ২০ একর জমির উপর তৈরী জমির উপরতৈরী হয়েছে। বাগানের ২০০ এর অধিক প্রজাতীর অর্কিড রয়েছে। অর্কিড সমস্তবাংলাদেশের চাহিদা পূরণ করে বিদেশেও রপ্তানী করে বৈদেশী মুদ্রা অর্জনেসক্ষম হয়েছে। গুণে এবং মানে রং বৈচিত্রে ফুলবাড়ীয়ার অর্কিড এর তুলনা হয়না।

কিভাবে যাওয়া যায়:
ঢাকা থেকে বাস অথবা ট্রেন যোগে ময়মনসিংহ জেলা শহরে আসতে হবে; দূরত্ব ১২২ কিঃমিঃ। ময়মনসিংহ হতে বাস অথবা সিএনজি যোগে ফুলবাড়ীয়া উপজেলা সদরে আসতে হবে; দূরত্ব ২০ কিঃ মিঃ। ফুলবাড়ীয়া হতে সিএনজি যোগে এনায়েতপুরস্থ অর্কিড বাগানে যেতে হবে; দূরত্ব প্রায় ১২ কিঃ মিঃ।

Post a Comment

Previous Post Next Post