কুন্দ পুকুর মাজার


নীলফামারী  সদর  উপজেলার  কুন্দুপুকুর   ইউনিয়নেকুন্দুপুকুর  মাজারঅবস্থিত। সূদুর  পারস্য  হতে  এলাকায় ইসলাম  ধর্ম প্রচারের  জন্য  হযরত  মহিউদ্দিন  চিশ্তি (রাঃ) আসেন। ইসলামের    মহান  সাধকের মাজারকুন্দুপুকুর  মাজারহিসাবে  পরিচিত   জেলা সদর থেকে দুরত্ব কিঃমিঃ। এখানে একটি মসজিদ, একটি হেফজখানা, একটি বড় পুকুর আছে। হেফজখানায় ১৭ জন ছাত্র  হেফজ  করছেন। প্রতি বছর মাঘ এখানে বার্ষিক ওরশ হয়। ওরশে দূর দুরান্ত থেকে অসংখ্য ভক্ত এখানে আসেন। নীলফামারী সদর উপজেলা পরিষদের  চেয়ারম্যানকে সভাপতি করে সদস্যের  এডহক  কমিটি  মাজার পরিচালনা করছেন।

কিভাবে যাওয়া যায়:
নীলফামারী শহর থেকে সড়কপথে কুন্দপুকুর মাজার শরীফে যাওয়া যায়।

Post a Comment

Previous Post Next Post