হরিণমারী শিব মন্দির - বালিয়াডাঙ্গী উপজেলা


হরিণমারী শিব মন্দির - বালিয়াডাঙ্গী উপজেলা


বালিয়াডাঙ্গী উপজেলা থেকে দশ কিলোমিটার দূরে উত্তর পশ্চিমদিকে হরিণমারী হাটের উপর শিবমন্দিরটি অবস্থিত এই মন্দিরের ছাদ চারচালা পদ্ধতিতে নির্মিত এটা বেশ খানিকটা বসে গেছে মন্দিরটির বর্তমান উচ্চতা প্রায় ত্রিশ ফুট এবং আয়তন  ১৪ ×১৪ ফুট দক্ষিণ দিকে একটি দরজা আছে দরজায় পোড়ামাটির ফলকে লতাপাতার নকশার সাথে বিভিন্ন মূর্তির প্রতিকৃতি ছিল বর্তমানে সেগুলো ভেঙ্গে গেছে মন্দিরের পূর্বদিকে বেশ বড় একটি পুকুর আছে আনুমানিক চারশ বছরের পুরাতন হতে পারে মন্দিরটি


কিভাবে যাওয়া যায়:

বালিয়াডাঙ্গী উপজেলা থেকে ইজিবাইক/ ভ্যানে যাওয়া যায়

Post a Comment

Previous Post Next Post