ঐতিহাসিক
০৭ (সাত) শহীদের মাজার কলমাকান্দা উপজেলাধীন লেঙ্গুরা ইউনিয়নের ফুলবাড়ি নামক স্থানে গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত। এখানে মহান স্বাধীনতা যুদ্ধে পাক বাহিনীর সাথে বন্ধুক যুদ্ধে ০৭ (সাত) জন শহীদ বীর
মুক্তিযোদ্ধার সমাধি ও স্মৃতিসৌধ অবস্থিত।
১৯৭১
সনের ২৬ জুলাই মহান
স্বাধীনতা যুদ্ধে নাজিরপুর ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন তিন রাস্তার মিলনস্থলে পাক বাহিনীর সাথে বন্ধুক যুদ্ধে ০৭ (সাত) জন বীর মুক্তিযোদ্ধা
শহীদ হন। পরবর্তীতে মুক্তিযোদ্ধাগণের মরদেহ বর্ণিত ফুলবাড়িয়া নামক স্থানে সমাহিত করা হয়। উক্ত সমাধি সাত শহীদের মাজার নামে পরিচিত।
কিভাবে যাওয়া
যায়:
ঢাকা
থেকে বাসযোগে নেত্রকোণা, নেত্রকোণা থেকে কলমাকান্দা।