ফানসিটি বিনোদন ও শিশু পার্ক - ঠাকুরগাঁও জেলা

ফানসিটি বিনোদন শিশু পার্ক - ঠাকুরগাঁও জেলা


সংক্ষিপ্ত বর্ণনা:

পীরগঞ্জ শহরের আর ডি আর এস মোড় সংলগ্ন এবং পৌরসভা কার্যালয়ের সামনে অবস্থিত পীরগঞ্জ এর একমাত্র শিশুপার্ক এবং বিনোদন কেন্দ্র ফানসিটি এন্ড এ্যামিউজমেন্ট পার্ক শিশুসহ সকল বয়সের মানুষের বিনোদন, প্রাকৃতিক সৌন্দর্য নির্মল আনন্দ উপভোগের কেন্দ্র হিসেবে এটি ঠাকুরগাঁও জেলার অন্যতম প্রধান পিকনিক স্পট হিসেবে বিবেচিত হয়ে আসছে এখানে শিশুদের জন্য আকর্ষণীয় সব রাইড এবং চমৎকার স্থাপত্য শৈলীতে আকৃষ্ট হয়ে পিকনিকের মৌসুমে ভিড় জমায় আশ-পাশের জেলা থেকে আগত দর্শণার্থীরাপীরগঞ্জ উপজেলার আর্থ-সামাজিক উন্নয়নে ফানসিটি অবদান রাখছে


ফানসিটি মূলত একটি বিনোদনের স্থান এখানে শিশুদের বিভিন্ন রাইডস, সাম্পান নৌকা, ট্রেন,ব্রিজ, দোলনাসহ আরও বিভিন্ন ধরণের বিনোদন সামগ্রী রয়েছে পিকনিকের জন্য রয়েছে পূর্ব পার্শ্বে আম লিচুর বাগান গাড়ী পার্কের জন্যও রয়েছে বিশাল নিজস্ব এলাকাপ্রতিটি দেওয়ালে রয়েছে বিভিন্ন কবি, সাহিত্যিক, বৈজ্ঞানিকের ছবি


কিভাবে যাওয়া যায়:

পীরগঞ্জ উপজেলা শহরের প্রাণ কেন্দ্র পৌর অফিসের বিপরীতে পীরগঞ্জ-বীরগঞ্জ রাস্তার উত্তর পার্শ্বে (পুরাতন আরডিআরএস মোড়) বিনোদন পার্ক ফানসিটি অবস্থিত ঠাকুরগাঁও, দিনাজপুর, বীরগঞ্জ, রাণীশংকৈল থেকে সরাসরি সড়ক পথে ফানসিটি যাওয়া যায়

Post a Comment

Previous Post Next Post