মিঠাপুকুর বেনুবন বৌদ্ধ বিহার


বিহারটিতে প্রার্থণা কক্ষ ছাড়াও একটি সেলাই প্রশিক্ষণ কেন্দ্র কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, কমিউনিটি সেন্টার একাডেমিক ভবন আছে। অত্র বিহারের অধীনে ১৫২ টি পরিবার আছে এবং লোকসংখ্যা প্রায় ৮০০ জন। এখানে প্রতি বছর মাঘী পূর্ণীমা, বৈশাখী পূর্ণীমা, মধু পূর্ণীমা, প্রবারণা পূর্ণীমা, শুভ কঠিন চীবর দানানুষ্ঠানসহ বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে। বিহারটিতে একটি প্রভাতী বিদ্যালয় আছে। এই বিহারটি উত্তরবঙ্গের বৌদ্ধ বিহার নামে সুপরিচিত।

Post a Comment

Previous Post Next Post