গড়গ্রাম দুর্গ - ঠাকুরগাঁও জেলা

গড়গ্রাম দুর্গ - ঠাকুরগাঁও জেলা



রানীশংকৈল উপজেলার প্রায় তের মাইল উত্তরে নেকমরদ হাট মাজার এখান থেকে প্রায় দু'কিলোমিটার উত্তরে গড়গ্রামে একটি দুর্গের ধ্বংসাবশেষ রয়েছে দুর্গটির বাইরে পরিখা আছে দুর্গের প্রাচীরগুলো মাটির এর আয়তন দৈর্ঘ্যে প্রায় ৫০০ মিটার এবং প্রস্থ ৩০০ মিটার দুর্গটি ছোট হলেও বিচিত্র ধরনের কারণ দুর্গটির ভেতরে আরেকটি ছোট দুর্গ ছিল যার অস্তিত্ব এখনো বোঝা যায় দুর্গের বাইরে সন্নিকটে উত্তরে ইট পাথর বিভিন্ন প্রত্নবস্ত্ততে পূর্ণ একটি ঢিবি ছিল যা মূলত ইমারতের অস্তিত্ব বোঝায় ধারণা করা হয় এখানে হিন্দু বৌদ্ধযুগের মন্দির জাতীয় কোনো ইমারত ছিল এছাড়া দুর্গে মসৃণ কালো পাথর পাওয়া গিয়েছিল যা দিনাজপুর জাদুঘরে সংরক্ষিত আছে পাথরটিতে সাপের পূর্ণফণার আকারে খোদিত রয়েছে পদ্মপাপড়ির কারুকার্য এই অলংকরণ দশম একাদশ শতাব্দীর হতে পারে

Post a Comment

Previous Post Next Post