সনগাঁ
শাহী মসজিদ - ঠাকুরগাঁও জেলা
বালিয়াডাঙ্গী
উপজেলার কালমেঘ হাট থেকে দু কিলোমিটার উত্তরে সনগাঁ নামক গ্রামে সনগাঁ মসজিদটি নির্মিত। মোঘল
সম্রাট শাহ আলমের সময় এই মসজিদ নির্মাণ হয়েছিল বলে ধারণা করা হয়। মসজিদে
তিনটি গম্বুজ ও তিনটি দরজা
আছে। দক্ষিণে
একটি পাকা কূপ আছে। কূপের
গায়ে পোড়ামাটির বাংলালিপি রয়েছে। তবে
লিপিটি অস্পষ্ট হওয়ায় পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। মসজিদের
পূর্বপাশে প্রাচীন কবর আছে। এখানেই
শুয়ে রয়েছেন 'সুধিবাদ পীর' নামক এক পূণ্যাত্মা।