শ্রী শ্রী গঙ্গা স্নান মন্দির- ঠাকুরগাঁও জেলা


শ্রী শ্রী গঙ্গা স্নান মন্দির- ঠাকুরগাঁও জেলা



জাবর হাট গ্রামটি টাঙ্গন নদির পার্শ্বে অবস্থিত নদীর ধারে অবস্থিত গ্রামটিতে  রয়েছে ঐতিহ্যবাহী শ্রী শ্রী গঙ্গা স্নান মন্দির এখানে প্রতিবছর বৈশাখের প্রথম পূর্নিমার তিথিতে অনুষ্ঠীত হয় গ্রম্যা মেলা হাজার হিন্দু ধর্মাম্বলি মানুষ এবং অনেক দর্শনার্থি ভীর জমায়সব মিলিয়ে এক জমজমাট পরিবেশ এছাড়াও এই মেলার প্রধান আর্কষন হল গৌধূলীলগ্নে বালুচরে দাড়িয়ে সূর্যাস্থ দেখাজাবরহাট ইউনিয়ন ভবন হতে কি.মি দূরে উত্তর-পূর্বে অবস্থিত


কিভাবে যাওয়া যায়:

জাবরহাট বাজার হতে পায়ে হাটে অথবা ভেনে অথবা গাড়িতে করে যাওয়া যায়

Post a Comment

Previous Post Next Post