Vijay Singh Dighi বিজয় সিংহ দীঘি

Vijay Singh Dighi বিজয় সিংহ দীঘি

বাংলার বিখ্যাত সেন বংশের প্রতিষ্ঠাতা বিজয় সেনের অমর কীর্তি বিজয় সিংহ দীঘি দীঘি ফেনী শহরের প্রায় কিঃমিঃ পশ্চিমে বিজয় সিংহ গ্রামে ফেনী সার্কিট হাউজের সামনে অবস্থিত। দীঘির আয়তন ৩৭.৫৭ একর। অত্যন্ত মনোরম প্রাকৃতিক পরিবেশে অবস্থিত দিঘীর চৌপাড় খুব উঁচু বৃক্ষ শোভিত ১৯৯৫ সালে ফেনীর প্রাক্তন জেলা প্রশাসক জনাব ,এইচ,এম নূরুল ইসলাম প্রচুর বৃক্ষ চারা রোপন করে বর্তমান পরিবেশের সৃষ্টি করেন ফেনীর ঐতিহ্যবাহী দিঘীর মধ্যে বিজয় সিংহ দীঘিঅন্যতম দিঘী দেখার জন্য জেলার এবং দেশের বিভিন্ন স্থান থেকেপ্রতিনিয়ত দর্শনার্থীরা আসে

কিভাবে যাওয়া যায়:
যাবার উপায়ঃ ) ট্রাংক রোড জিরো পয়েন্ট কিংম্বা রেলওয়ে স্টেশন থেকে সিএনজি যোগে যাওয়া যায় ) রিক্সা যোগে মহিপাল ট্রাফিক পয়েন্ট হয়ে দক্ষিণ- পশ্চিম দিকে সার্কিট হাউজ রোড দিয়ে যেতে হবে

Post a Comment

Previous Post Next Post