Tomachar Union Parishad Complex টুমচর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স
নব গঠিত ২১ নং টুমচর ইউনিয়ন পরিষদটি শাকচর ইউনিয়নের র্পূব অংশ নিয়ে ২১নং টুমচর ইউনিয়ন পরিষদটি গঠিত হয়। নব গঠিত টুমচর ইউনিয়ন পরিষদটির প্রথম র্নিবাচন অনুষ্ঠিত হয় ১৯/০৬/২০১১ ইং তারিখে। অএ পরিষদের চেয়ারম্যান মেম্বার গণের শপথ অনুষ্ঠিত হয় ১২/০৭/২০১১ ইং তারিখে। পরিষদের প্রথম সভা অনুষ্ঠত হয় ২৪/০৭/২০১১ ইং তারিখে। নব গঠিত ২১ নং টুমচর ইউনিয়ন পরিষদের কাযক্রম টুমচর পন্ডিত বাড়ির সন্মুখে কাচারি ঘরে অস্থায়ী কাযালয়ে পরিচালনা করা হয়।
উক্ত
ইউনিয়ন পরিষদের অস্থায়ী কাযালয়টি লক্ষীপুর জেলার অর্ন্তগত সদর উপজেলাধীন লক্ষীপুর শহর থেকে ৬/৭ কিলোমিটার
দক্ষীণে অবস্থিত।
কিভাবে যাওয়া
যায়:
লক্ষ্মীপুর
যে কোন স্টেশন থেকে সিএনজি যোগে এতে যাওয়া আসা করা যায়। উক্ত ইউনিয়ন পরিষদের অস্থায়ী কাযালয়টি লক্ষীপুর জেলার অর্ন্তগত সদর উপজেলাধীন লক্ষীপুর শহর থেকে ৬/৭ কিলোমিটার
দক্ষীণে অবস্থিত।