The tomb of the great Munshi Abdur Rauf বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ এর সমাধিস্থল

The tomb of the great Munshi Abdur Rauf বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ এর সমাধিস্থল


রাঙ্গামাটিতেই চিরনিদ্রায় শায়িত আছেন সাত বীরশ্রেষ্ঠদের একজন বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ। রাঙ্গামাটি শহর হতে জলপথে এক ঘন্টার দুরত্বে অবস্থিত বুড়িঘাটে এই সমাধি অবস্থিত। চারদিকে কাপ্তাই লেকের নীলজল খেলা করে আর তার মাঝখানে একটি ছোট্ট দ্বীপে ঘুমিয়ে আছেন আমাদের চিরস্মরণীয় অসামান্য বীর। দেশপ্রেমিক আর ইতিহাস সচেতন পর্যটকরা এই বীরের প্রতি শ্রদ্ধা জানানোর অপূর্ব এক সুযোগ পাবেন।

থাকা-খাওয়ার ব্যবস্থাঃ-নানিয়ারচরে থাকার তেমন ভাল কোন সুবিধা নেই। রাঙ্গামাটিতে থেকে এই সমাধিস্থলে পর্যটকরা যেতে পারে। এক্ষেত্রে খাবার সঙ্গে নিলে ভাল হয়।

কিভাবে যাওয়া যায়:
রাঙ্গামাটি ও নানিয়ারচর হতে লঞ্চযোগে সরাসরি যাতায়াত করা যায়। নানিয়ারচরের বুড়িঘাটে এই সমাধিস্থল অবস্থিত। সময় লাগবে ১/২ ঘন্টা।

Post a Comment

Previous Post Next Post