The house of Nunia Dutt is the temple of worship নুনিয়া দত্তের বাড়ি পূজা মন্দির

 The house of Nunia Dutt is the temple of worship নুনিয়া দত্তের বাড়ি পূজা মন্দির


১৯৮৫ সালে ১ ফেব্রুয়ারী, রোজ- শুক্রবার স্বগীয় শ্রী বাবু মতি লাল দত্ত নুনিয়া দত্ত বাড়িতে দূর্গা মন্দিরটি  স্থাপিত করেন। ১৯৮৫ সালে প্রথম ৫ বছর দূর্গ পূজার আদলে ঘট পূজা অনুষ্ঠিত হয়। ১৯৯০ সালে প্রথম শ্রী শ্রী দূর্গা দ্বারা পূজা অনুষ্ঠিত হয়। অত্র মন্দিরটি চিতোষী পশ্চিম ইউনিয়নের একমাত্র শ্রী শ্রী দূর্গা মন্দির। অত্র মন্দিরটি এলাকার প্রাচীনতম মন্দির। এখানে দূর্গা পূজা ছাড়াও বিভিন্ন পূজা অনুষ্ঠিত হয়। শ্রী শ্রী দর্গূা পূজা চলাকালীন সময়ে ধর্ম বর্ন নির্বিশেষে হাজার হাজার লোকের সমা-গম ঘটে।

কিভাবে যাওয়া যায়:
শাহরাস্তি উপজেলাধীন চিতোষী পশ্চিম ইউনিয়ন পরিষদ থেকে রিকসায় করে নুনিয়া গ্রামের দত্তবাড়ি পূজা মন্দিরে যাওয়া যায়

You Can Read Also
Swear Quarters শপথ চত্বর

Post a Comment

Previous Post Next Post