বীরশ্রেষ্ঠ
ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান (২৯ অক্টোবর ১৯৪১ - ২০ আগস্ট ১৯৭১) বাংলাদেশীএকজন
শহীদ মুক্তিযোদ্ধা। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে চরম সাহসিকতা আর অসামান্য
বীরত্বের স্বীকৃতিস্বরূপ যে সাতজন বীরকে বাংলাদেশের সর্বোচ্চ সামরিক সম্মান
“বীরশ্রেষ্ঠ” উপাধিতে ভূষিত করা হয় তিনি তাদের অন্যতম।
কিভাবে যাওয়া
যায়:
নরসিংদী জেলার
রায়পুরা থানার রামনগর গ্রামে। যা এখন মতিনগর নামে পরিচিত। গুলিস্থান অথবা মহাখালী
থেকে ভৈরবের গাড়িতে নরিসিংদী জেলার রায়পুরা উপজেলার রাধানগর ইউনিয়নে নেমে রিক্সা
অথবা সিএনজি তে করে মতিনগর গ্রামে যেতে হবে।