Sri Sri Ramkut Tirthadham, Ramu শ্রী শ্রী রামকুট তীর্থধাম, রামু


Sri Sri Ramkut Tirthadham, Ramu শ্রী শ্রী রামকুট তীর্থধাম, রামু


শ্রী শ্রী রামকুট তীর্থধামটি রামকোট বনাশ্রমের সন্নিকটে অপর একটি পাহাড় চূঁড়ায় অবস্থিত। এটি ১৪৯৪ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। কারো কারো মতে মন্দিরটি ১৭ শতকে ত্রিপুরার রাজা গোবিন্দ মানিক্য কর্তৃক নির্মিত হয়। রাম আর সীতা বনবাসে থাকাকালে এখানে কিছুদিন অবস্থান করেছিলেন বলে সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস। এখানে একটি রাম-সীতা মন্দির রয়েছে যার পাশে পাঁচটি বড় বড় বটবৃক্ষ নিয়ে পঞ্চবতী বন রয়েছে। সীতার মরিচ বাটার পাটা মনে করে সনাতন ধর্মাবলম্বীরা এখানে স্থিত একখানা কালো পাথরের পাতকে এখনো পূজা করে যাচ্ছে। প্রতি বছর চৈত্র মাসে বাসন্তী পূজা উপলক্ষে তিনদিন এবং ফাল্গুন মাসে শিব চর্তুদর্শী উপলক্ষে একদিন উৎসব পালন করা হয়। এসব ধর্মীয় অনুষ্ঠানাদিতে প্রচুর লোকের সমাগম হয়। রম্যভূমি রামু এলাকাটি সাম্প্রদায়িক সম্প্রীতে ভরপুর বলে রামুর বাসীরা বহুল প্রচার করে থাকেন।

কিভাবে যাওয়া যায়:
সড়ক পথে

Post a Comment

Previous Post Next Post